এম মেহেদী সানি, হাড়োয়া, আপনজন: আদর্শ শিক্ষক হিসেবে উত্তম শিক্ষাদানে অনুপ্রাণিত করতে নির্বাচিত শিক্ষকদের দ্য সাইলেন্ট সোলজার্স অ্যাওয়ার্ড-২০২৩ প্রদান করল হাড়োয়ার হাশিমিয়া ইন্টারন্যাশনাল একাডেমি ৷ মহাসাড়ম্বরে একাডেমির শিক্ষক, শিক্ষিকাদের ওই সম্মান প্রদান করা হয় ৷ এ দিন সমবেত কন্ঠে কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয় ৷ বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রাক্তন অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার মেহেবুব আলম, শহীদ নুরুল ইসলাম মহাবিদ্যালয়ের প্রফেসর আবুল কালাম আজাদ, ডব্লিউবিসিএস অফিসার মনিরুজ্জামান প্রমুখ ৷ উপস্থিত বিশিষ্টজনেরা বক্তব্য রাখার সময় শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের একাধিক পরামর্শ দেন ৷ এছাড়াও উপস্থিত ছিলেন নিউ হরাইজন একাডেমীর সম্পাদক নিজাম উদ্দিন হোসাইনি, বেঙ্গল একাডেমি গার্লস মিশনের সম্পাদিকা বিলকিস বেগম । উপস্থিত ছিলেন হাশিমিয়া ইন্টারন্যাশনাল একাডেমির সভাপতি রওশন-জামির, সম্পাদক আকবর আলী হেডমাস্টার মোঃ শাহাবুদ্দিন, নিট এর প্রিন্সিপাল তানভির মকবুল প্রমুখ ৷ একাডেমির সুপারিনটেনডেন্ট মুফাস্বির হোসেন বলেন, ‘আমরা ছাত্র-ছাত্রীদের উত্তরণের পথ দেখাতে বিভিন্নভাবে অনুপ্রাণিত করি, এবার একাডেমীর ছাত্র-ছাত্রীদের উত্তম শিক্ষাদানের লক্ষ্যে শিক্ষক-শিক্ষিকাদের উৎসাহিত করতে আমাদের এই উদ্যোগ ৷’ মেন্টর আবেদীন হক আদির কথায় রাজ্যে শিক্ষা মানচিত্রে আবাসিক শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে হাশিমিয়া ইন্টারন্যাশনাল একাডেমি আগামী দিনে দৃষ্টান্ত স্থাপন করবে ইনশাআল্লাহ ৷ এ দিন একাডেমীর সমস্ত শিক্ষকদের সমবেত কন্ঠে দেশাত্মবোধক কবিতা, আবৃত্তি, নাত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয় ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct