নিজস্ব প্রতিবেদক, কালিয়াচক, আপনজন: মালদহ জেলার কালিয়াচক কলেজে অনুষ্ঠিত হলো একটি অভিনব কর্মশালা। এদিনের বিষয়টি ছিল “ছাত্র-ছাত্রীদের কর্মসংস্থানে প্রতিষ্ঠানের ভূমিকা।” এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ নাজিবর রহমান, প্রধান অতিথি হিসেবে যোগদান করেন নতুন দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের, ডিরেক্টর সেন্টার ফর এনোভিশন এন্ড এন্টারপ্রেনারশিপ এবং প্রাক্তন প্রভাষ চ্যান্সেলর দিল্লি স্কিল অ্যান্ড এন্টারপ্রেনারশিপ ইউনিভার্সিটি, প্রফেসার রিহান খান সুরি আরও বক্তব্য রাখেন ডঃ সুব্রত কুমার দাস। এই অনুষ্ঠানটি সম্পূর্ণভাবে পরিচালনা করেন কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক ডক্টর সৌরভ কুমার পাল এবং আরবি বিভাগের বিভাগীয় প্রধান ডঃ মুজতবা জামাল। অধ্যক্ষ ড: নাজিবর রহমান সভাপতির ভাষণে উল্লেখ করেন এই ধরনেরর কর্মশালা কালিয়াচক কলেজে প্রথমবারের মতো আয়োজিত হয়েছে। কলেজে প্রায় ১১ হাজার ছাত্রছাত্রী পড়াশোনা করে। এই কলেজের ছাত্র এনসিসি ক্যাডেট হিসেবে পশ্চিমবাংলার গভর্নরের কাছ থেকে মেডেল লাভ করেছে এবং মুখ্যমন্ত্রীর ২৬ শে জানুয়ারির প্যারেডে সুযোগ পেয়েছে, প্রায় প্রত্যেক বছর বিভিন্ন সাবজেক্টে ইউনিভার্সিটির পরীক্ষায় স্ট্যান্ড করে আসছে। এখন কর্মসংস্থানের ক্ষেত্রেও কোম্পানির সঙ্গে সযোগিতা করে ছাত্রদের ভবিষ্যৎ গড়ে দেওয়ার কাজে কলেজ ভূমিকা রাখবে। এ বিষয়ে প্রফেসর রিহান খান সুরি মহাশয়ের জাতীয় এবং আন্তর্জাতিক যে সমস্ত সংযোগ আছে সেই সুযোগ-সুবিধা কালিয়াচক কলেজের ছাত্র-ছাত্রীদের জন্য স্থাপন করার অনুরোধ জানান। প্রফেসর রেহান খান সুরি, অনলাইনের মাধ্যমে যুক্ত হয়ে তার বিশেষ ভাষণে জাতীয় আন্তর্জাতিক পরিস্থিতির আলোকে আগামী দিনে ছাত্র-ছাত্রীদের কর্মসংস্থানের সুযোগ সুবিধা, বিষয়ে বিভিন্ন দিক উল্লেখ করেন। বিভিন্ন কোম্পানির সঙ্গে যোগাযোগ করে ইন্ডাস্ট্রি এন্ট্রান্সিপ্ সেন্টার তৈরি করার ব্যাপারে তিনি কালিয়াচক কলেজকে সহযোগিতা করবেন বলে আশ্বস্ত করেছেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct