এম মেহেদী সানি, কলকাতা: কলকাতা শহরের বুকে মানবিক দৃষ্টান্ত স্থাপন করল ‘মানবতা’ স্বেচ্ছাসেবী সংস্থা ৷ মঙ্গলবার মধ্যরাত্রি থেকে বুধবার সকাল পর্যন্ত কলকাতা রাজপথের ধারে শুয়ে থাকা অসহায় ঘুমন্ত ফুটপাত বাসীদের শীতবস্ত্র এবং ডেঙ্গু সচেতনতার বার্তা দিয়ে মশারি তুলে দিলেন সংস্থার কর্মকর্তারা ৷ মানবতার প্রতিষ্ঠাতা সম্পাদক জুলফিকার আলী পিয়াদার তত্ত্বাবধানে এদিন কয়েকশ ফুটপাতবাসীদের হাতে কম্বল এবং মশারি তুলে দেওয়ার পাশাপাশি ডেঙ্গু সচেতনতার বার্তা দিয়ে এসএসকেএম, কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ এবং এনআরএস মেডিকেল কলেজে খোলা আকাশের নিচে শুয়ে থাকার রোগীর পরিজনদের হাতেও শীতবস্ত্র এবং মশারি তুলে দেওয়া হয় ৷ দ্বিতীয় বর্ষে এ দিন ‘মানবতা’র রাত্রি ব্যাপি কর্মসূচির সূচনা হয় এসএসকেএম হাসপাতাল থেকে, তারপর পার্কসার্কাস, শিয়ালদা, ধর্মতলার বিভিন্ন রাস্তার পাশে, আনাচে-কানাচে শুয়ে থাকা অসহায় মানুষের হাতে শীতবস্ত্র এবং মশারী তুলে দেন তাঁরা ৷ এসময় ফুটপাতবাসী নতুন শীতবস্ত্র এবং মশারি পেয়ে দুহাত ভরে আশীর্বাদ জানাচ্ছিলেন ‘মানবতা’কে। সংস্থার সাধারণ সম্পাদক জুলফিকার আলী পিয়াদা জানান, ‘অসহায় দরিদ্র এবং নিম্ন ও মধ্য মেধা সম্পন্ন ছাত্র-ছাত্রীদের উত্তরণের পথ দেখাতে শিক্ষাক্ষেত্রে প্রতিযোগিতামূলক পরীক্ষার বিনামূল্যে প্রশিক্ষণ প্রদান, ফ্রি কোচিং সেন্টার থেকে শুরু করে উৎসবের মরশুমে বস্ত্র বিতরণ, বছরের একাধিক সময় প্রত্যন্ত এলাকাগুলিতে ফ্রি মেডিকেল ক্যাম্প, পেশাভিত্তিক উচ্চশিক্ষার ক্ষেত্রে স্বল্পপরিসরে স্কলারশিপের ব্যবস্থা করা সহ বিভিন্ন সেবামূলক কাজে নিয়োজিত রয়েছে স্বেচ্ছাসেবী সংস্থা মানবতা ৷ আগামী দিনে আমাদের বৃহৎ পরিকল্পনাও রয়েছে ৷’ এ দিন মঙ্গলবার রাতে ‘মানবতা’র উদ্যোগে কলকাতায় অনুষ্ঠিত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মানবতার সাধারন সম্পাদক জুলফিকার আলি পিয়াদা ।ডাক্তার জুলকার নাঈম, এসএসকেএম এর জাফরিয়াব পিয়াদা, বাপন লস্কর, কেপিসি মেডিকেল কলেজের দেবাঞ্জন চক্রবর্তী, নার্স পারলি সেখ, আহমেদ ডেন্টাল কলেজের মোঃ আমানুল্লা, নদীয়ার কল্যানীর মোঃ শাকিল আহামেদ সহ অন্যান্যরা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct