রঙ্গিলা খাতুন, বহরমপুর, আপনজন: কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী হিসেবে দেখার আবেদন জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। এদিন সাংবাদিক বৈঠক চলাকালীন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী দেখতে চান বলে দাবী করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তিনি বলেন, “রাজ্যের মানুষের আস্থা, বিশ্বাস, ভরসা অর্জন করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁকে রাজ্যের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করে একটা নির্বাচন হোক। সেই নির্বাচন যদি হয় আমি এই মানুষটাকে ভোট দিতে আগে লাইনে দাঁড়াব। “ রীতি মতো শোরগোল পড়েছে রাজনৈতিক মহলে।
প্রসঙ্গত একটি স্বেচ্ছাসেবী সংগঠনের ক্যান্সার কেয়ার ইউনিটের উদ্বোধনে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। বহরমপুর শহরের সৈদাবাদে এই ক্যান্সার কেয়ার ইউনিটের উদ্বোধন করবেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। সকালে হাজারদূয়ারী এক্সপ্রেসে এসে বহরমপুর স্টেশনে এসে পৌঁছায়। এরপর সার্কিট হাউসের উদ্দেশ্যে রওনা দেয়। তারপর পর্যটন কেন্দ্র হাজারদূয়ারী ঘুরে দেখার পর বিকেলে সংগঠনের বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করে পুনরায় বিকেলে কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন বলে জানা গিয়েছে । তবে এরই মধ্যে হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিয়ে শোরগোল ফেললেন অধীর রঞ্জন চৌধুরী। বিচারপতির জেলা সফরের দিনেই বহরমপুরে সাংবাদিক বৈঠক করেন অধীর বলেন, “আমরা চাইব আগামী দিনে এই বাংলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে মুখ্যমন্ত্রীর মুখ করে একটা নির্বাচন হোক। কারণ মানুষ তাঁকে বিশ্বাস করছে। ভরসা করছে। এটা এক নতুন দিগন্ত তৈরি হবে যদি এই সমস্ত ব্যক্তিত্বকে রাজনীতির ময়দানে এনে তাদের রাজ্য পরিচালনার দায়িত্ব দেওয়া হয়।”
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct