আপনজন ডেস্ক: সুদানের সামরিক নেতা জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহান বুধবার এক হত্যাচেষ্টা থেকে বেঁচে গেছেন। তবে এ সময় অন্য পাঁচজন নিহত হয়েছেন। সেনাবাহিনীর মুখপাত্র এ কথা বলেছেন বলে বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে।
মুখপাত্র নাবিল আবদুল্লাহ দেশটির আধাসামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সেসকে (আরএসএফ) এ ঘটনার জন্য দায়ী করেছেন।
আরএসএফ ও সেনাবাহিনী দেশটির নিয়ন্ত্রণের জন্য ১৬ মাস ধরে লড়াই করছে।
নাবিল বলেন, দেশের পূর্বে সেনাবাহিনীর নিয়ন্ত্রণাধীন জাবাইতে অবস্থিত একটি ঘাঁটিতে দুটি ড্রোন দিয়ে হামলা চালানো হয়। ওই সময় সেখানে সেনাবাহিনীর একটি গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে চলছিল। হামলায় পাঁচজন নিহত হয়েছেন।
প্রতিবেদন থেকে জানা যায়, জাবাইত সেনাঘাঁটিটি পোর্ট সুদান থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে অবস্থিত, যা সেনাবাহিনীর প্রকৃত রাজধানী এবং যেখানে জেনারেল বুরহান অবস্থান করছেন।
স্থানীয় সময় বুধবার সকালে অনুষ্ঠানে যোগদানকারীরা হামলার ভিডিও ফুটেজ শেয়ার করেছেন। সেখানে দেখা যায়, সামরিক গ্র্যাজুয়েটরা হামলার আগে আনুষ্ঠানিক পোশাক পরে মার্চ করছেন।
জেনারেল আবদুল্লাহ বিবিসিকে বলেছেন, একমাত্র আরএসএফ সুদানের জনগণের প্রতি বিদ্বেষ পোষণ করে এবং জনগণের ওপর হামলা চালায়।
জেনারেল বুরহান ও উপস্থিত সব কমান্ডার ভালো থাকায় এবং খুব বেশি ক্ষতি না হওয়ায় তিনি সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানান।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct