সঞ্জীব মল্লিক, বাঁকুড়া, আপনজন: দলের ভেতর উপদল তৈরির চেষ্টা বা বিশ্বাসঘাতকতা করলে নাড়িতে পা দিয়ে দেওয়ার হুঁশিয়ারি তৃণমূল জেলা সভাপতির। “দলের ভেতর যারা উপদল তৈরীর চেষ্টা করবে বা দলের সাথে বিস্বাসঘতকতা করবে তাদের নাড়িতে পা দিয়ে দেব” লোকসভা নির্বাচনের আগে ঠিক এই ভাষাতেই দলীয় নেতা কর্মীদের হুঁশিয়ারি দিলেন তৃণমূলের বাঁকুড়া সাংগঠনিক জেলা সভাপতি তথা তালডাংরার বিধায়ক অরুপ চক্রবর্তী। থুথু ফেলে তৃণমূল লোকসভা নির্বাচনের আগে নিজের থুথু চাটছে বলে কটাক্ষ বিরোধীদের। গত লোকসভা ও বিধানসভা নির্বাচনে বাঁকুড়া জেলায় বেশ খারাপ ফল করেছিল তৃণমূল। লালমাটির এই জেলায় দুটির মধ্যে দুটি লোকসভা এবং ১২ টি বিধানসভার মধ্যে ৮ টি বিধানসভা হাতছাড়া হয় তৃণমূলের। গত পঞ্চায়েত নির্বাচনে জেলায় তৃণমূল ভালো ফল করলেও পঞ্চায়েত নির্বাচনের আগে গোষ্ঠীদ্বন্দ্বের জেরে বহু আসনেই রীতিমত বেগ পেতে হয় তৃণমূলকে। লোকসভা নির্বাচনের আগে দলে ব্যাপক সাংগঠনিক রদবদল করেছে তৃণমূল। নতুন জেলা সভাপতি হিসাবে দায়িত্ব পেয়েই এবার দলকে ঐক্যবদ্ধ করার ডাক দিলেন নতুন জেলা সভাপতি তথা তালডাংরার বিধায়ক অরুপ চক্রবর্তী। দলকে ঐক্যবদ্ধ করতে প্রয়োজনে যে দল কড়া ব্যবস্থা নিতেও পরোয়া করবে না আজ বাঁকুড়ার তৃণমূলভবনে দলীয় একটি কর্মসূচী থেকে তা স্পষ্ট করে দেন তৃণমূলের নব দায়িত্বপ্রাপ্ত জেলা সভাপতি অরুপ চক্রবর্তী। অরূপ চক্রবর্তী এদিনের সভা থেকে পুরানোদের ফের দলে আহ্বান জানানোর পাশাপাশি দলের কর্মীদের হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা নতুন করে দল করতে আসছে তাদের উপর কড়া নজর রাখা হবে। দলের ভেতর উপদল তৈরী করে বিজেপির টাকা নিয়ে পদ্মফুলে ভোট দেয় এবং দলের সাথে বিশ্বাসঘতকতা করে তাহলে তাদের নাড়িতে পা দিয়ে দেব। পরে অরুপ চক্রবর্তী বলেন, এখানে তৃণমূল করবেন আর গ্রামে গিয়ে বিজেপিকে ভোট দেবেন তা বরদাস্ত করা হবেনা। নাড়িতে পা দিয়ে দেওয়া হবে। বিরোধীদের কটাক্ষ পঞ্চায়েত ভোটের আগে তৃণমূল বলেছিল বিক্ষুব্ধদের দলে ফেরানো হবে না। এখন লোকসভার আগে ফের সমস্যায় পড়ে তাদেরই দলে ফেরাতে চাইছে তৃণমূল। আসলে এই মন্তব্য থুথু ফেলে থুথু চাটারই শামিল।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct