আপনজন ডেস্ক: বল দখল কিংবা আক্রমণ-উভয় দিকেই আধিপত্য দেখায় রিয়াল মাদ্রিদ। বিধ্বংসী পারফরম্যান্স দেখিয়েও অবশ্য কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি তারা। রোববার সান্তিয়াগো বার্নাব্যুতে স্প্যানিশ লা লিগার ম্যাচে রায়ো ভায়েকানোকে হারাতে পারেনি লস ব্লাঙ্কোরা। গোলশূন্য ড্রয়ের ম্যাচে লজ্জার একটি স্মৃতি ফিরিয়েছে রয়্যাল হোয়াইটরা।ঘরের মাঠে দীর্ঘ ২৩ বছর পর রায়ো ভায়েকানোর কাছে পয়েন্ট হারালো রিয়াল মাদ্রিদ। সবশেষ ২০০০ সালে এমন নজির গড়েছিল রয়্যাল হোয়াইটরা। ম্যাচজুড়ে ৬৪ শতাংশ বল দখলে রেখে ২২টি শটের ৫টি লক্ষ্যে রাখে রিয়াল মাদ্রিদ। ৩৬ শতাংশ বল দখলে রাখা রায়ো ভায়েকানো ৪টি শট নিয়ে লক্ষ্যে রাখতে পারেনি একটিও। একচেটিয়া দাপট দেখিয়েও জয় না পাওয়া রিয়াল মাদ্রিদ আরো একটি ধাক্কা খেয়েছে। চোটে পড়েছেন জুড বেলিংহ্যাম। যদিও রিয়ালের পরের ম্যাচেই ইংলিশ মিডফিল্ডারকে পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন কোচ কার্লো আনচেলত্তি। ম্যাচ শেষে স্প্যানিশ গণমাধ্যম ফুটবল এস্পানাকে তিনি বলেন, ‘কাঁধে চোট পেয়েছে বেলিংহ্যাম। তার মেডিকেল টেস্ট করানো হবে।আশা করছি বুধবার ব্রাগার বিপক্ষে খেলতে পারবে সে।’ আগামী ৮ই নভেম্বর চ্যাম্পিয়নস লীগের ম্যাচে এস.সি. ব্রাগাকে আতিথ্য দেবে রিয়াল মাদ্রিদ।রায়ো ভায়েকানোর বিপক্ষে জয় না পেলেও দলের পারফরম্যান্সে সন্তুষ্ট রিয়াল কোচ আনচেলত্তি। তিনি বলেন, ‘লা লিগা টেবিলে ভালো অবস্থানে আছি আমরা। লড়াইয়ে রয়েছে ছেলেরা। চ্যাম্পিয়নস লীগেও দুর্দান্ত খেলছি আমরা।’ ১২ ম্যাচে ৯ জয় ও ২ ড্রয়ে ২৯ পয়েন্ট নিয়ে স্প্যানিশ লা লিগা টেবিলের দুইয়ে রিয়াল মাদ্রিদ। শীর্ষে থাকা জিরোনার পয়েন্ট ৩১। আর ২৭ পয়েন্ট নিয়ে তিনে বার্সেলোনা। চ্যাম্পিয়নস লীগে ৩ ম্যাচে ৩ জয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে রিয়াল মাদ্রিদ।আনচেলত্তি বলেন, ‘আমরা আত্মবিশ্বাসী। ভালো খেলাটাই চালিয়ে যাব আমরা, যেমনটা সবসময় করে থাকি, যেমনটা আজকে (ভায়েকানোর বিপক্ষে) করলাম আমরা। ম্যাচের ফল কষ্টদায়ক, তবে পারফরম্যান্সে সন্তুষ্ট আমরা। এটা স্পষ্ট যে, এই ম্যাচে জয়টা আমাদের প্রাপ্য ছিল।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct