নিজস্ব প্রতিবেদক, ডায়মন্ডহারবার, আপনজন: ফিলিস্তিনের গাজায় হাজার হাজার শিশু ও নারী হত্যার প্রতিবাদে শুক্রবার ডায়মন্ড হারবার রবীন্দ্রভবনে প্রায় হাজার খানেক শিশু ও অভিভাবক অভিভাবিকা ধিক্কার জানাল। দোয়ার মজলিসের মধ্য দিয়ে যুদ্ধ নয়, শান্তি কামনা করা হয়।উল্লেখ্য,এদিন ছিল সরিষা হাটের কাছে অবস্থিত মডেল মুস্তফা মিশনের বাৎসরিক অনুষ্ঠান। ইসলামিক বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়। তার মধ্যে সভায় এক দোয়ার মজলিশে ধিক্কার জানানো হয় শিশুদের হত্যার প্রতিবাদে। দোয়া পরিচালনা করেন মাওলানা এম তাহেরুল হক।উপস্থিত ছিলেন মডেল মুস্তফা মিশনের প্রতিষ্ঠাতা সম্পাদক ইঞ্জিনিয়ার মিরাজুল ইসলাম, সম্পাদক তোফায়েল ইবনে মিরাজ, ডা. শামীম আহমেদ, শিক্ষক ও সাংবাদিক আজিজুল হক প্রমূখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক আমির হোসেন লস্কর। “আমিরুল মুমিনিন’নাটকটির মধ্যে দিয়ে জাকজমকপূর্ণ হয়ে ওঠে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct