সাদ্দাম হোসেন, জলপাইগুড়ি, আপনজন: কথায় আছে জোর যার মুলুক তার। আর কার্যত এমনই অভিযোগ উঠলো তৃনমূলের বুথ সভাপতির বিরুদ্ধে। বুথ সভাপতি নাকি নিজের গায়ের জোরের পিএইচই’র জলের রিজার্ভার নিজের জমিতে বসাচ্ছেন। এমনই অভিযোগ উঠলো জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লকের মাগুরমাড়ী-২ গ্রাম পঞ্চায়েতের উত্তর আলতাগ্রাম মধ্যপাড়ায় শাসক দলের বুথ সভাপতির বিরুদ্ধে। আর তাতেই তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে হাতাহাতি হয়। এই ঘটনার পর গ্রামে রীতিমতো চাঞ্চল্য ছড়ায়।দলের এক গোষ্ঠীর অভিযোগ, বুথ সভাপতি শরৎ রায়ের জমিতে জল প্রকল্পের কাজ হচ্ছে। কিন্তু, তিনি মধ্যপাড়ার বাসিন্দা। গ্রামবাসীদের অন্ধকারে রেখে গায়ের জোরেই এই প্রকল্পের কাজ করছেন বুথ সভাপতি। অপরদিকে, বুথ সভাপতির গোষ্ঠীর লোকজনের বক্তব্য, স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্য যুথিকা রায় বিজেপি সদস্যদের নিয়ে কাজে বাধা সৃষ্টি করছে।একদল কাজে বাধা দিতে গেলে আরেকদল তাদের বাঁধা দেয়। আর এতেই শুরু হয়ে যায় দু’পক্ষের মধ্যে হাতাহাতি। তাদের মারপিট দেখে চলে আসেন তৃণমূলের অন্য নেতারাও। তারপর কোনোমতে তাঁদের মধ্যস্থতায় হাতাহাতি থামে।এলাকার তৃণমূল পঞ্চায়েত সদস্যা যূথিকা রায় বলেন, আমাকে অন্ধকারে রেখে বুথ সভাপতি নিজের জমিতে জলের রিজার্ভার বসাচ্ছেন।স্থানীয় বাসিন্দা পীযূষকান্তি রায় বলেন, কেন কার করা হচ্ছে তা জানতে গেলে তৃণমূলের এক পর্যায়ে বিনা রায়ের স্বামী চন্দন রায় আমাদের মারধর করে।তবে সব অভিযোগ অস্বীকার করেন রিনা রায়। তিনি জানান, দলেরই পঞ্চায়েত সদস্যা যুথিকা রায় বিজেপি মনস্ক হওয়ার কারণে দলবল নিয়ে এসে কাজে বাধা সৃষ্টি করছেন। অপরদিকে, বুধ সভাপতি শরৎ রায় বলেন, আমার জমিতে কাজ হচ্ছে তা দলের নির্দেশেই। তৃনমূলেরই কিছু লোক ইচ্ছাকৃতভাবে কাজে বাধা দিচ্ছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct