নিজস্ব প্রতিবেদক, অরঙ্গাবাদ, আপনজন: সামসেরগঞ্জের গঙ্গা ভবন কবলিত এলাকা পরিদর্শনে এলেন মানবাধিকার সংগঠন এপিডিআরের এক বিশেষ প্রতিনিধি দল। রবিবার দুপুর নাগাদ মুর্শিদাবাদের সামশেরগঞ্জের উত্তর চাচন্ড, ঘণেস্যামপুর, প্রতাপগঞ্জ, মহেশতলা সিকদারপুর সহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন তারা। কথা বলেন ভাঙ্গন কবলিত এলাকার অসহায় মানুষদের সঙ্গে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের বিভিন্ন তথ্য সংগ্রহ করে মানবাধিকার সংগঠনটি। ভাঙ্গন রোধে সরকারকে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ এবং তাদের জীবন জীবিকা বাঁচাতে পদক্ষেপ নেওয়ার দাবীদের সরব হন মানবাধিকার সংগঠন এপিডিআর। অবিলম্বে ভাঙ্গন রোধে ব্যবস্থা গ্রহণ না হলে আগামী দিনে বৃহত্তর গণ আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন সংস্থার নেতৃবৃন্দ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct