নিজস্বপ্রতিনিধি, বর্ধমান, আপনজন: পূর্ব বর্ধমান শহরের কিছু যুবকের উদ্যোগে বেলকাশ অঞ্চলের ৫৫ জন প্রবীণ নাগরিক কে বাসে করে দুর্গা পূজার মণ্ডপ পরিক্রমা করানো হয় । শুক্রবার সন্ধ্যায় বর্ধমান শহর ও শক্তিগড় এলাকার পূজা মণ্ডপ গুলি বিনা খরচে পরিদর্শন করানো হয়েছে বলে জানা গেছে। এমনকি, তাদেরকে জলের বোতল সহ টিফিনও দেওয়া হয়। উদোক্তাদের পক্ষে বিশিষ্ট সমাজসেবী সৌমেন চক্রবর্তী, সন্তু ঘোষ, অনিতা পাল, মহ সাদ্দাম হোসেন প্রমুখ জানান যে, যেসব প্রবীণ মানুষদের পূজা দেখানোর কেউ নেই বা দীর্ঘদিন পূজা দেখতে যাওয়া থেকে বঞ্চিত থাকতেন, তাদেরকে উৎসব মুখী করার মাধ্যমে প্রত্যেক কে আনন্দ দেওয়া ও একসাথে আনন্দ ভাগ করে নেওয়ার এটি একটি প্রচেষ্টা। তাদের এই অভিনব উদ্যোগকে বর্ধমানের সংস্কৃতিপ্রেমী মানুষজন সাধুবাদ জানিয়েছেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct