সেখ রিয়াজুদ্দিন, বীরভূম, আপনজন: বৃহস্পতিবার মহাপঞ্চমীর সন্ধ্যায় আলোক মণ্ডিত আবহে দুবরাজপুর স্পোর্টস অ্যাসোসিয়েশন ( ডি এস এ) এর ১৪ তম দুর্গোৎসবের শুভ উদ্বোধন করলেন প্রদীপ জ্বালিয়ে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল সেখ, সঙ্গে ছিলেন দুবরাজপুর পৌরসভার পৌরপ্রধান পীযূষ পান্ডে। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য অরুণ চক্রবর্তী, জেলার সরকারী আইনজীবী মলয় মুখোপাধ্যায়,দুবরাজপুর পঞ্চায়েত সমিতির সভাপতি বুদ্ধদেব হেমব্রম, দুবরাজপুর ব্লকের বিডিও রাজা আদক,দুবরাজপুর পৌরসভার উপ- পৌরপ্রধান মির্জা সৌকত আলী, দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষসেবক স্বামী সত্যশিবানন্দ মহারাজ,কাউন্সিলর মানিক মুখার্জি সহ অন্যান্য কাউন্সিলর, অতিথিবৃন্দ,ক্লাব সভাপতি ও অন্যান্য সদস্যরা। এবার দুবরাজপুর স্পোর্টস অ্যাসোসিয়েশনের এবারের থিম “ইচ্ছে ডানা” । দুবরাজপুর সারদা ময়দানে পূজা উদ্বোধনের পর জেলা সভাধিপতি বলেন দুবরাজপুরে আসতে পেরে আমি গর্বিত ও আপ্লুত। এদিন অনুষ্ঠান মঞ্চ থেকে দুবরাজপুর পৌরসভার পৌরপ্রধান পীযূষ পাণ্ডে ক্লাবে একটি জিমের ব্যবস্থা করে দেবার প্রতিশ্রুতি দেন।উল্লেখ্য ১২ই অক্টোবর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পূজামণ্ডপের ভার্চুয়ালি উদ্বোধন করেন। আজ তার বাস্তবায়িত হলো। সমগ্র অনুষ্ঠানটি সুচারুভাবে সঞ্চালনা করেন শিক্ষক সৌমেন মুখার্জী।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct