নিজস্ব প্রতিবেদক, ডায়মন্ড হারবার, আপনজন: দুর্গাকে নিয়ে গাওয়া গানের অভিনয় করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলেন ডায়মন্ড হারবার ২ নং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অরুময় গায়েন। সারা বছর বাংলার মানুষ তাকিয়ে থাকে বাংলার বড় উৎসব দুর্গা পূজোর দিকে কবে আসবে দূর্গা পূজো। আশ্বিনের কয়েকমাস আগে থেকে শুরু হয়ে যায় দূর্গা পূজোর প্রাস্তুতি। কয়েকদিনের আনন্দের জন্য যে যার কাজ নিয়ে ব্যাস্ত হয়ে যায়। প্রতিমা শিল্পী থেকে শুরু করে সিনেমা, যাত্রা, নাটক, গানের শিল্পী থেকে সকল কলাকৌশলিরা যাতে দূর্গা পূজোতে তাদের যে যার গাওয়া গান ও অভিনয় দূর্গা পূজোর প্যান্ডেলে প্যান্ডেলে বাজে। তেমনি কথা মাথায় রেখে এবারে দূর্গা পূজোর আগে হাজার ব্যাস্ততার মধ্যে ও দূর্গা মাকে নিয়ে গাওয়া গানে অভিনয় করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো ডায়মন্ড হারবার ২ নং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অরুময় গায়েন।
গত কয়েকদিন আগে দূর্গা মাকে নিয়ে একটি নতুন গানের ভিডিও সোশাল মিডিয়ায় পোস্ট করে ডায়মন্ড হারবার ২ নং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অরুময় গায়েন, সেই ভিডিও ছবি অভিনয় করতে দেখা যায় ডায়মন্ড হারবার ২ নং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অরুময় গায়েনকে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়ার পর দেখা যায় দ্রুত গতিতে তা ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভাইয়াল হওয়ার পর খুশির হাওয়া ডায়মন্ড হারবার ২ নং ব্লক তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের মধ্যে। এবিষয়ে ডায়মন্ড হারবার ২ নং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অরুময় গায়েন জানান, এটা প্রথম নয় রাজনীতি করার পাশাপাশি তাঁর আসল পেশা হলো অভিনয় করা। তিনি জানান ছোট বেলায় থেকে অভিনয় করা তাঁর একটা নেশাছিলো চতুর্থ শ্রেণীতে পড়ার সময় জীবনের প্রথম নাটক অমল দইওয়ালা। সেই থেকে পড়াশোনার পাশাপাশি অভিনয় শুরু ছোট থেকে অভিনয়ের আগ্রহ দেখা বাড়ি কেউ কোন দিন বাঁধা দেয়নি আরও পরিবারের বাবা সহ সকল উৎসাহ দিয়েছিলো সেজন্য আজও অভিনয় করে যাচ্ছে। কখনও নাটক, যাত্রা, সিরিয়াল এবং সিনেমাতে অভিনয় করে চলেছেন। অষ্টমী নাট্য সংস্থার সভাপতি তিনি নিজে এই সংস্থার মধ্যে বহু নাটক, যাত্রাপালা করে চলেছে যাত্রাপালা মা মাটি মানুষ এবং দিদিকে বলো যাত্রাপালাতে অভিনয় করেছেন তিনি। নয়ন তারা নামে একটি সিরিয়াল করেছে এমন কী এবারে খুব তাড়াতাড়ি মুক্তি পেতে চলেছে হিট নামে একটি সিনেমা মুঞ্জিল ব্যানার্জী রচিত নির্দেশিত ও অভিনিত সেই সিনেমাতে তিনি অভিনয় করেছেন বলে জানান। এবারে দূর্গা পূজোর আগে তার অভিনয় করা দূর্গা মাকে নিয়ে একটি গান সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার জন্য তিনি জনসাধারণকে ধন্যবাদ জানিয়েছেন এবং আগামীদিনে হিট নামে সিমেনা মুক্তি পেতে চলেছে তা সকলকে দেখার জন্য অনুরোধ জানিয়েছেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct