অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট, আপনজন: দুর্যোগ ঝুঁকি হ্রাসের জন্য আন্তর্জাতিক দিবস হিসেবে প্রতি বছর ১৩ অক্টোবর দিনটি পালন করা হয়। দুর্যোগ ঝুঁকি হ্রাস সম্পর্কিত বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শুক্রবার গঙ্গারামপুর ব্লকের অন্তর্গত ঠেঙ্গাপাড়া উচ্চ বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। পাশাপাশি এই উপলক্ষে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে কুইজ প্রতিযোগিতা ও বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়। এদিনের এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন, গঙ্গারামপুর ব্লকের শিল্প উন্নয়ন আধিকারিক(অইডিও) দেবরাজ বালা, গঙ্গারামপুর ব্লকের ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার অতনু সরকার, ঠেঙ্গাপাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কাঁঠরু চন্দ্র রায় সহ আরো অনেকে।এ বিষয়ে গঙ্গারামপুর ব্লকের শিল্প উন্নয়ন আধিকারিক(অইডিও) দেবরাজ বালা জানান, আন্তর্জাতিক দুর্যোগ প্রশমণ দিবস উপলক্ষে আজ ঠেঙ্গাপাড়া উচ্চ বিদ্যালয়ে প্রাকৃতিক এবং মানবসৃষ্ট উভয় দুর্যোগের উপর আলোকপাত করা হয় এবং প্রতিরোধমূলক ব্যবস্থার গুরুত্বের উপর জোর দেওয়া হয়।এর প্রাথমিক উদ্দেশ্য হল ছাত্র-ছাত্রীদের দুর্যোগের ঝুঁকি সম্পর্কে অবগত করা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct