অভিনব সিদ্ধান্ত মালয়েশিয়ার সরকারের।জরিমানা দিলেই অবৈধ অভিবাসীদের তারা দেশে ফেরার সুযোগ করে দেবে।৭শ' মালয়েশিয়ান রিঙ্গিত জরিমানা দিয়ে সেখানে অবস্থানরত অবৈধ অভিবাসীদের দেশে ফেরার সুযোগ দেওয়া হয়েছে। আগামী ১ আগস্ট থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত এই জরিমানার অর্থ প্রদান করে দেশে ফিরতে পারবে সেখানে অবস্থানরত বিভিন্ন দেশের অভিবাসীরা।এ বিষয়ে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী তানশ্রী মহিউদ্দিন ইয়াসিন বলেন, ' বর্তমানে মালয়েশিয়ায় প্রচুর মানুষ বৈধভাবে কাজ করছেন। পাশাপাশি এখানে অবৈধ অভিবাসী রয়েছে সংখ্যায় অনেক। এদের অনেকেই বর্তমানে মালয়েশিয়ার বিভিন্ন জেলে বন্দি রয়েছেন। আর বাকিরা এতদিন ধরে গ্রেফতার আতঙ্কে ছিলেন।' তবে তাদের এবার মালয়েশিয়া ত্যাগের প্রক্রিয়া সম্পন্ন করতে ও জরিমানার বিনিময়ে নিজ দেশে ফিরতে দেশজুড়ে অন্তত ৮০টি কাউন্টার খুলতে যাচ্ছে দেশটির প্রশাসন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct