সঞ্জীব মল্লিক, বাঁকুড়া, আপনজন: দুই ছেলের পর এবার মৃত্যু হল বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন মায়েরও । এর ফলে বাঁকুড়ার কোতুলপুর থানার ফুটিডাঙ্গা গ্রামে খাবারে বিষক্রিয়ার ঘটনায় মৃত্যু হল একই পরিবারের তিন জনের । ঘটনায় অসুস্থ ওই পরিবারের কর্তা চিকিৎসায় সুস্থ হয়ে ওঠায় তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে । বাঁকুড়ার কোতুলপুর থানার ফুটিডাঙ্গা গ্রামে গত বুধবার সকাল থেকে হঠাৎই গুরুতর অসুস্থ হয়ে পড়েন বাদল সোরেন, তাঁর স্ত্রী চম্পা সোরেন ও তাঁদের দুই ছেলে বিধান ও বীরেন্দ্রনাথ । তড়িঘড়ি তাঁদের স্থানীয় গোগড়া গ্রামীন হাসপাতালে নিয়ে যাওয়া হয় । শুক্রবার চার জনেরই শারীরিক অবস্থার অবনতি হলে তাঁদের বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয় । সেখানে নিয়ে যাওয়ার পথেই মারা যায় ছোট ছেলে বছর বারোর বিধান । শনিবার রাতে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মৃত্যু হল বড় ছেলে বছর সতেরোর বীরেন্দ্রনাথেরও । হাসপাতালের সিসিইউ তে চিকিৎসারত অবস্থায় আজ সকালে মৃত্যু হয় চম্পা সোরেনের । এর ফলে ওই ঘটনায় মৃতের সংখ্যা গিয়ে দাঁড়াল একই পরিবারের তিন । প্রাথমিক ভাবে সোরেন পরিবারের ধারণা ছিল মঙ্গল বার দুপুরের রান্না করা খাবারে কোনোকারণে বিষক্রিয়া ঘটে । সেই খাবার মঙ্গলবার রাতে পরিবারের সকলে মিলে খাওয়ার ফলেই এই ঘটনা ঘটেছে। কিন্তু একের পর এক মৃত্যুতে এবার সোরেন পরিবারের সন্দেহ তাঁদের সকলকে মেরে ফেলার উদ্যেশ্যে ষড়যন্ত্র করে কেউ বা কারা খাবারে বিষ মিশিয়ে দিয়ে থাকতে পারে । গোটা ঘটনার তদন্তের দাবী জানিয়েছেন সোরেন পরিবার ও তাঁদের আত্মীয় স্বজনেরা । গোটা ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে বাঁকুড়া জেলা পুলিশ ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct