নকিবউদ্দিন গাজী, ক্যানিং, আপনজন: সুন্দরবনের মাতলা নদীতে মাছ ধরার সময় মৎস্যজীবীর জালে উঠলো প্রায় ছয় ফুটের একটি কুমির। সোমবার সকালে কুমিরটিকে উদ্ধার করে স্থানীয় একটি জলাশয়ের মধ্যে রেখেছেন গ্রামবাসীরা। খবর দেওয়া হয়েছে বনদপ্তরকে। দক্ষিন ২৪ পরগনার বাসন্তীর ভাঙনখালির বাসিন্দা আলামিন মোল্লা তিনি জাল তুলতে যান তখনই দেখতে পান জালে একটি কুমির উঠেছে। আতঙ্কিত হয়ে পড়েন ঐ মৎস্যজীবী। জাল ঝাড়ার সময় কুমিরটি নৌকার ভেতরে ঢুকে যায়। ঘটনায় আরো আতঙ্কিত হয়ে পড়েন তিনি। সোমবার সকালে স্থানীয় কয়েকজন যুবকের সাহায্যে কুমিরটিকে নৌকা থেকে উদ্ধার করেন ঐ মৎসজীবী। এই ঘটনায় স্থানীয় মৎস্যজীবীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct