আপনজন ডেস্ক: এক দশক ধরে বৈশ্বিক শিরোপা জিততে পারছে না ভারত। সর্বশেষ ২০১৩ সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ভারত চ্যাম্পিয়নস ট্রফি জিতেছিল। এরপর ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফি এবং ২০২১ ও ২০২৩ টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে হেরেছে দলটি।
ভারতীয়দের বৈশ্বিক ট্রফির দীর্ঘ খরা ঘোচানোর সুবর্ণ সুযোগ আসতে যাচ্ছে এ বছরই। আগামী ৫ অক্টোবর নিজেদের দেশে ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করবে ভারত। বিশ্বকাপের জন্য ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া এরই মধ্যে প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে। তবে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এখনো দল দেয়নি। প্রাথমিক স্কোয়াড ঘোষণার জন্য আইসিসি আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত সময় বেঁধে দেওয়ায় অজিত আগারকারের নেতৃত্বাধীন নতুন নির্বাচক কমিটি হয়তো এশিয়া কাপে সুপার ফোরের আগে খেলোয়াড়দের পারফরম্যান্স দেখেই বিশ্বকাপের দল দেবেন। আর ১৫ জনের চূড়ান্ত স্কোয়াড আইসিসির কাছে জমা দিতে হবে ২৮ সেপ্টেম্বরের মধ্যে। বিসিসিআই এখনো বিশ্বকাপের প্রাথমিক দল ঘোষণা না করলেও সৌরভ গাঙ্গুলী কিন্তু চূড়ান্ত দল নির্বাচন করে ফেলেছেন।
ভারতীয় দলের সাবেক অধিনায়ক ও বিসিসিআইয়ের সাবেক সভাপতি গতকাল সন্ধ্যায় স্টার স্পোর্টসের একটি অনুষ্ঠানে ১৫ জনের দল বেছে নিয়েছেন। সৌরভের নেতৃত্বেই ২০০৩ বিশ্বকাপের ফাইনাল খেলেছিল ভারত। সেই দলে যেমন অভিজ্ঞতার ভান্ডারে তারুণ্যের স্বতঃস্ফূর্ততা ছিল, ২০২৩ বিশ্বকাপের দল বাছাইয়েও সৌরভ সেটি মাথায় রেখেছেন।
এশিয়া কাপের জন্য স্ট্যান্ডবাইসহ ১৮ সদস্যের দল ঘোষণা করেছে বিসিসিআই। সৌরভ সেখান থেকে তিনজনকে বাদ দিয়ে বিশ্বকাপের দল সাজিয়েছেন। বাদ পড়া খেলোয়াড়েরা হলেন পেসার প্রসিধ কৃষ্ণা, ব্যাটসম্যান তিলক বর্মা ও ব্যাকআপ উইকেটরক্ষক সঞ্জু স্যামসন।
এই তিনজনের মধ্যে স্যামসনকে এশিয়া কাপে স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে। এশিয়া কাপে বিসিসিআইয়ের দেওয়া দলের মতো সৌরভও তাঁর বিশ্বকাপ দলে দুই তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ও যুজবেন্দ্র চাহালকে বিবেচনা করেননি।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct