আপনজন ডেস্ক: কলকাতা পুরসভাতে নিষিদ্ধ হল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের প্রবেশ। এখন থেকে বিজেপি কাউন্সিলররা তাদের ব্যক্তিগত কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে কলকাতা পৌরসভায় প্রবেশ করতে পারবেন না। শনিবার বিজেপি অতৃণমূল কাউন্সিলরদের মধ্যে হাতাহাতির ঘটনাতে কেন্দ্রীয় বাহিনী জওয়ানদের জড়িয়ে পড়ার ঘটনার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিল কলকাতা পুরসভা। এদিন অধিবেশনের শেষে মেয়র ফিরহাদ হাকিম সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, কলকাতা পুরসভা বিল্ডিংয়ের মধ্যে থাকা কাউন্সিলার ক্লাবরুমের নিরাপত্তা নিশ্চিত করতে কলকাতা পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। শুধু তাই নয়, এখন থেকে কাউন্সিলর ক্লাবে বহিরাগতদের প্রবেশের ক্ষেত্রে নজরদারি চালাতে কলকাতা পুরসভার নিজস্ব নিরাপত্তা রক্ষীদের সমস্ত রকম প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। তিনিও আরোও জানান ওই গোলমালের পর দুপক্ষর বক্তব্য তিনি শুনেছেন এবং এ বিষয়ে কি ঘটেছে তা জানতে কলকাতা পুরসভার নিজস্ব নিরাপত্তা রক্ষীদের কাছে রিপোর্ট তলব করেছেন মেয়র। এ দিনের এই অধিবেশনে অনেকগুলি বিষয় নিয়ে আলোচনা হয় তার মধ্যে ছিল খিদিরপুর টাউন ডিপো পাঁচ সার্কাস এবং বালিগঞ্জ এইসব এলাকায় ট্রাম চলাচল ও যানজটের বিষয় নিয়ে আলোচনা। মেয়র জানান বেশ কিছু জায়গায় শহরে ট্রাম রেখে দেওয়া হবে। এর পাশাপাশি কলকাতা পৌরসভা ১২৮০ টি ইলেকট্রিক বাস চেয়েছে। কলকাতা পুরসভা এলাকায় যেসব কেনেল আছে সেগুলো সুরক্ষিত রাখতে শেষ দপ্তরকে চিঠি দেওয়া হয়েছে। অধিবেশনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৪০ টি রাস্তার ওপর দিয়ে আর কেনেল যাবে না ক্যানেলের জঞ্জালা থাকবেনা। বুলডোজার দিয়ে ২৬ নম্বর ওয়ার্ডের বাড়িতে অংশ ভাঙ্গা প্রসঙ্গে মেয়র বলেন কসবা এলাকাতেও যে বিরানী অংশ আছে তা বুলডোজার দিয়ে ভাঙ্গা হবে। উত্তর কলকাতায় যে বিজেপি নেতার বাড়ির কিছু অংশ বুলডোজার দিয়ে ভাঙ্গা হয়েছে তা ফুটপাত দখল করেছিল। কসবাতেও একটি পাম্পিং স্টেশনের গায়ের জায়গা হকাররা দখল করে নিয়েছে । সেখানেও দখলমুক্ত করার নির্দেশ তিনি দিয়েছেন বলে এদিন সাংবাদিকদের কাছে দাবি করেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct