রঙ্গিলা খাতুন, বড়ঞা, আপনজন: বিজেপির কংগ্রেসের সমর্থনে মুর্শিদাবাদ জেলার বড়ঞা পঞ্চায়েত সমিতির সভাপ্রতি হলেন তৃণমূলের সুলতানা খাতুন। বড়ঞা পঞ্চায়েত সমিতির মোট আসন সংখ্যা ৩৮। তৃণমূলের দখলে ছিল ২১, বড়ঞা কংগ্রেস ছিল ৯, বিজেপি - ৭, সিপিএম - ১। শাসকদল তৃণমূলের ম্যাজিক ফিগার থাকলেও একত্রিত ভাবে তৃণমূল কংগ্রেস বোর্ড গঠন করতে ব্যর্থ হল। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন শাসকদলের দুই প্রার্থী তৃণমূলের সুলতানা খাতুন ও নাজমা সুলতানা, ও সহ সভাপতি পদে বিজেপির হয়ে সুজিত পাত্র ও তৃণমূলের হয়ে বুদ্ধদেব সাহা প্রতিদ্বন্দ্বিতা করেন। সভাপতি সুলতানা খাতুনের সমর্থনে ২৩টি ভোট পড়ে তৃণমূল বিজেপি ও কংগ্রেসের। ১৫টি ভোট পড়ে তৃণমূলের নাজমা সুলতানার সমর্থনে। অন্যদিকে সহ-সভাপতি পদে বিজেপির সুজিত পাত্রের সমর্থনে ২৩টি ভোট পড়ে তৃণমূল, বিজেপি ও কংগ্রেসের এবং তৃণমূলের বুদ্ধদেব সাহার সমর্থনে ১৫টি ভোট পড়ে। ফলে সভাপতি নির্বাচিত হন সুলতানা খাতুন এবং সহ সভাপতি নির্বাচিত হন সুজিত পাত্র।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct