সন্ন্যাসী কাউরী, ডেবরা, আপনজন: সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নয়টি গ্রাম পঞ্চায়েত এবং ডেবরা পঞ্চায়েত সমিতি গঠন করল তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার ডেবরা ব্লকের মোট ১৪ টি অঞ্চলের মধ্যে ৯টি গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধান নির্বাচিত হয়। ভবানীপুর, সত্যপুর, খানামোহন, মলিহাটি, গোলগ্রাম, ষাঁড়পুর, ডুঁয়া-১ ডুঁয়া-২, রাধামোহনপুর -২ এই নয়টি গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধান নির্বাচিত হয়। ভবানীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান নির্বাচিত হন যথাক্রমে জগন্নাথ মুলা, বাসন্তী দাস। সত্যপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন নরেন মুর্মু, উপপ্রধান হয়েছেন চন্দন বেরা। গোলগ্রাম গ্রাম পঞ্চায়েতে প্রধান নির্বাচিত হয়েছেন ছায়া সিং এবং উপপ্রধান নির্বাচিত হয়েছেন কৌশিক গাঙ্গুলী। উপ-প্রধান নির্বাচিত হওয়ার পর কৌশিক গাঙ্গুলি বলেন, সারা বাংলা জুড়ে যে উন্নয়নের জোয়ার চলছে, তা একেবারে প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দেওয়ার জন্য আগামী পাঁচ বছর গোলগ্রাম গ্রাম পঞ্চায়েত কাজ করবে। রাস্তাঘাট, পানীয় জল পরিসেবা, বিদ্যুৎ, সামাজিক সুরক্ষা সংক্রান্ত পরিষেবা গুলো যাতে সাধারণ মানুষ পায় সেদিকে অধিক গুরুত্ব দেওয়া হবে। অন্যদিকে ডুঁয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান নির্বাচিত হয়। ডুঁয়া-২ গ্রাম পঞ্চায়েতে প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন মন্দিরা পাত্র এবং উপপ্রধান হয়েছেন উৎপল শূর। রাধামোহনপুর-২ গ্রাম পঞ্চায়েতের প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন কনক ঘোড়াই এবং উপপ্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন প্রবীর হুই। ষাঁড়পুর গ্রাম পঞ্চায়েতের প্রধান হিসেবে নির্বাচিত হন পিঙ্কু সোনা পান্ডা। উল্লেখ্য ডেবরা পঞ্চায়েত সমিতির অন্তর্গত ১৪ টি গ্রাম পঞ্চায়েতেই তৃণমূল কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতা পায় । ১৪ টির মধ্যে বৃহস্পতিবার নটি গ্রাম পঞ্চায়েতে প্রধান উপপ্রধান নির্বাচিত হয়েছে। শুক্রবার অর্থাৎ আজ বাকি পাঁচটি পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধান নির্বাচিত হবে বলে জানান ডেবরা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বিবেকানন্দ মুখার্জি। এদিন ডেবরা পঞ্চায়েত সমিতির সভাপতি এবং সহ-সভাপতি নির্বাচিত হন। ডেবরা পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচিত হন বাদল চন্দ্র মন্ডল, সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হন প্রদীপ কর । তিনি আগে বন ও ভূমি কর্মাধ্যক্ষ ছিলেন । তাঁদের শপথ বাক্য পাঠ করান ডেবরা ব্লকের ভিডিও শিঞ্জিনী সেনগুপ্ত। ডেবরা পঞ্চায়েত সমিতির ৪২ টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস ৩৫, বিজেপি ৬ এবং সিপিআইএম ১ আসনে জয়লাভ করেছিল। এদিন নয়টি অঞ্চলের প্রধান , উপপ্রধান এবং ডেবরা পঞ্চায়েত সমিতির সভাপতি ও সহ-সভাপতি নির্বাচনে উপস্থিত ডেবরার বিধায়ক ড. হুমায়ুন কবীর, ডেবরা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বিবেকানন্দ মুখার্জি, সহ সভাপতি প্রদীপ কর, শীতেশ ধাড়া, শ্যামল মুখার্জি, শান্তি টুডু, যুব নেতা দেবব্রত ব্যানার্জি, প্রকাশ মিশ্র সহ অন্যান্যরা। এদিন ডেবরা ব্লক জুড়ে ই তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। ডেবরা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বিবেকানন্দ মুখার্জি এদিন নবনির্বাচিত প্রধান উপ-প্রধান, সভাপতি, সহ-সভাপতি কে অভিনন্দন জানিয়েছেন । তিনি বলেন, ডেবরার মানুষ তৃণমূল কংগ্রেসের পাশে ছিল এবং আছে। পঞ্চায়েত নির্বাচনে বিপুল জয় তার প্রমাণ। তৃণমূল কংগ্রেসের এই বিপুল জয় আসলে সাধারণ মানুষের জয়। আগামী পাঁচ বছর মানুষের কল্যাণে মানুষের পাশে থেকে আমরা কাজ করতে চাই।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct