আপনজন ডেস্ক: কদিন আগে পাকিস্তানি বধু সীমা হায়দার ভারতীয় এক হিন্দু যুবকের ভালোবাসার টানে নিজের দেশ ও স্বামীকে ছেড়ে চার সন্তানকে নিয়ে উত্তরপ্রদেশে হাজির হয়েছিলেন। এর কয়েক'দিনের মধ্যে আবার অঞ্জু নামে রাজস্থানের এক বধু আবার স্বামী ও দুই সন্তানকে ফেলে পাকিস্তানে চলে যান প্রেমিক নাসুরুল্লাহর কাছে। এবার সুদূর চীন থেকে গাও ফেং নামের এক যুবতী হাজির হয়েছেন সেই পাকিস্তানে। গল্পটা কিন্তু একেবারে একই। তিনি ইসলামাবাদে এসেছেন প্রেমিক জাভেদ-এর কাছে। ইসলামাবাদে পৌঁছানোর পর সেই চিনা যুবতী পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশের লোয়ার দির জেলায় রয়েছেন।লোয়ার দির জেলার পুলিশ কর্মকর্তা জিয়াউদ্দিন জানান, ২১ বছর বয়সী গাও ফেং পাকিস্তানের জাভেদ নামের এক যুবকের সঙ্গে দেখা করতে তাদের দেশে এসেছেন। ৩ বছর আগে স্ন্যাপচ্যাটে জাভেদের সঙ্গে পরিচয় হয় তার। তারপর থেকে তাদের মধ্যে ঘনিষ্টতা বাড়তে থাকে।১৮ বছর বয়সী জাভেদ প্রদেশের বাজাউর জেলার বাসিন্দা। পুলিশসূত্রে আরও জানা গেছে, তিন মাসের ভিসা নিয়ে চীন থেকে সড়কপথে গিলগিট ও পাকিস্তান অধিকৃত কাশ্মির হয়ে ইসলামাবাদে পৌঁছান গাও ফেং। জাভেদ আগে থেকেই সেখানে উপস্থিত ছিলেন। তবে নিরাপত্তাজনিত কারণে গাওকে নিজ এলাকায় নিয়ে যাওয়ার পরিবর্তে পার্শ্ববর্তী লোয়ার দির জেলার সামারবাগ উপজেলায় নিজের মামার বাড়িতে নিয়ে যান জাভেদ। বর্তমানে সেখানেই আছেন তিনি।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct