আপনজন ডেস্ক: বাবা-ছেলের এমন গল্প আপনাকে রোমাঞ্চিত করতেই পারে। এমন গল্প যে নেই শীর্ষ ক্রিকেট খেলুড়ে অনেক দেশেই। বাবা টিম ডি লিডি একসময় দেশকে বিশ্বকাপে নিয়ে গেছেন। ছিলেন দেশের শীর্ষ ক্রিকেটার। বাবার পথ অনুসরণ করে ছেলে বাস ডি লিডি আবারও নিজ দেশের ক্রিকেট নায়ক। এবার ছেলে নিয়ে গেছেন দেশকে বিশ্বকাপে। দেশটা নেদারল্যান্ডস। খেলাটা ফুটবল হলে বাবা-ছেলের গল্প খুব জমত। সারা দুনিয়ার বিভিন্ন সংবাদমাধ্যমে থাকত গল্পটা। বাবা একাধিক বিশ্বকাপে খেলেছেন, দেশের শীর্ষ খেলোয়াড় ছিলেন, ছেলেও একই পথ ধরে এগিয়েছেন। দেশকে বিশ্বকাপে নিয়ে যেতে বড় অবদান রেখেছেন। নেদারল্যান্ডস ফুটবলেও এমন ঘটনা নেই। অথচ, দেশটি বিশ্ব ফুটবলে কত দুর্দান্ত সব খেলোয়াড়ের জন্ম দিয়েছে। ইয়োহান ক্রুইফ, আরি হান, রুদ ক্রল, রুদ খুলিত, মার্কো ফন বাস্তেন, ফ্রাঙ্ক রাইকার্ড, রোনাল্ড কোমান, ডেনিস বার্গক্যাম্প, রবিন ফন পার্সি—কত যে নাম! ক্রিকেটে নেদারল্যান্ডস বড় নাম নয়। দেশটি এখনো টেস্ট মর্যাদা পায়নি। সীমিত ওভারের ক্রিকেটেই সীমিত তাদের উপস্থিতি। কিন্তু হলে কী হবে! উদীয়মান শক্তি হিসেবে তাদের পরিচিতিটা মন্দ নয়। বাংলাদেশ, আফগানিস্তান, আয়ারল্যান্ডের আগেই তারা বিশ্বকাপে খেলেছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct