সঞ্জীব মল্লিক, বাঁকুড়া, আপনজন: গ্রাম পঞ্চায়েত নির্বাচনের আগে বাঁকুড়া জেলায় জোর ধাক্কা খেল পদ্ম শিবিরে। বাঁকুড়ার ইন্দাসে পদ্ম ছেড়ে ঘাসফুলে যোগ দিলেন স্থানীয় বুথ স্তরের বেশ কয়েকজন নেতৃত্ব সহ ৭০ টি পরিবারের প্রায় ১৫০ জন কর্মী। পঞ্চায়েত নির্বাচনের ঠিক আগে এই যোগদানে তৃণমূল শক্তিশালী হল বলে দাবী তৃণমূল নেতৃত্বের। নিজের দলের লোকেদের ফের যোগদান করিয়ে নাটক করছে তৃণমূল কটাক্ষ বিজেপির। বাঁকুড়ার ইন্দাস ব্লকে ১০ টি গ্রাম পঞ্চায়েতের ১৬০ টি আসনে ও পঞ্চায়েত সমিতির ২৯ টি আসনের অধিকাংশে প্রার্থী দিতে পারেনি বিরোধী দলগুলির। এরফলে নির্বাচনের আগেই ওই ব্লকের সবকটি গ্রাম পঞ্চায়েত ও একমাত্র পঞ্চায়েত সমিতি তৃণমূলের দখলে গেছে। কিন্তু গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির খুব অল্প সংখ্যক আসনে এবং জেলা পরিষদের সবকটি আসনেই বিরোধীরা প্রার্থী দেওয়ায় সেগুলিতে নির্বাচন হবে। সেই নির্বাচনকে লক্ষ রেখেই রবিবার সন্ধ্যায় ইন্দাস ব্লকের আকুই ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের রাতড়া গ্রামে নির্বাচনী সভা করে তৃণমূল। তৃণমূলের দাুব সেই সভাতেই স্থানীয় রাতড়া ও শালীকনা গ্রামের বুথ স্তরের বেশ কিছু বিজেপি নেতা সহ প্রায় ৭০ টি পরিবারের দেড়শো জন বিজেপির পতাকা ছেড়ে কাঁধে তুলে নেন তৃণমূলের পতাকা। সদ্য দল বদল করা বিজেপি কর্মীদের দাবী প্রয়োজনে তাঁরা দলের নেতৃত্বকে পাশে পাচ্ছিলেন না। তাই এই দলবদল। তৃণমূল নেতৃত্বের দাবী ভোটের মুখে এই দলবদলে তৃণমূল ইন্দাস ব্লকে আরো শক্তিশালী হয়ে উঠল। বিজেপি অবশ্য বিষয়টিকে নাটক বলে দাবী করেছে। বিজেপির দাবি ভোটের মুখে নিজের দলের লোকেদেরই ফের দলে যোগদান করিয়ে নাটক করছে তৃণমূল কংগ্রেস।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct