আপনজন ডেস্ক: ৫ হাজার ৪০০ কিলোমিটার পথ হেঁটে অবশেষে সৌদি আরবের মক্কায় পৌঁছেছেন উসমান আহমদ। সাড়ে ছয় মাস হেঁটে পাকিস্তান থেকে ইরান, বাহরাইন ও আমিরাত হয়ে সৌদি আরবে পৌঁছেছেন এই শিক্ষার্থী। সংবাদমাধ্যম গাল্ফ নিউজের প্রতিবেদনে জানানো হয়, পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ওকারা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ বিভাগে পড়াশোনা করেন ২৫ বছর বয়সী উসমান। গত ১৪ জুন মক্কায় অবস্থিত পাকিস্তান হজ মিশন অফিসে উসমানকে দীর্ঘ পদযাত্রার জন্য শুভেচ্ছা জানানো হয়। হজ মিশনের প্রধান পরিচালক আবদুল ওয়াহাব সমরো বলেন, উসমানকে স্মরণীয় ভ্রমণের জন্য উৎসাহমূলক স্মারক দেওয়া হয়। যাবতীয় জটিলতা দূর করে তার হজ ভিসার ব্যবস্থা করা হয়। দীর্ঘ পথ হাঁটার অভ্যাস তৈরিতে উসমান তরুণদের জন্য অনুপ্রেরণা। এমনকি তিনি পাকিস্তানের শিক্ষার্থীদের জন্য এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবেন। জানা যায়, উসমান শুধু একটি ব্যাগ, ছাতা ও ট্রেকিং জুতা নিয়ে মক্কার উদ্দেশে যাত্রা শুরু করেন। প্রথম দিকে তার কাছে শুধু ওমরাহ ভিসা ছিল। পরবর্তী সময়ে মক্কায় পৌঁছলে পাকিস্তান হজ মিশন ও সৌদি কর্তৃপক্ষের সহায়তার হজ ভিসা পান তিনি। প্রতিদিন তিনি ৩৫-৬০ কিলোমিটারের মতো পথ হেঁটে দীর্ঘ পাঁচ হাজার চার শ কিলোমিটার পথ অতিক্রম করেন। এ সময়ে তার আট লাখ ৫০ হাজার টাকা খরচ হয়।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct