আপনজন ডেস্ক: এবার চাইলেও আপনি আপনার সঙ্গীকে আর ঠকাতে পারবেন না। একটা স্মার্ট প্যান্টের সাহায্যে আপনার দাম্পত্য কিংবা ভালোবাসার সম্পর্ক ঠিক থাকতে পারে। আপনার পুরুষ কিংবা মহিলা সঙ্গী কোথাও এই স্মার্ট প্যান্টের চেন খুললেই সঙ্গে সঙ্গে ফোনে নোটিফিকেশন চলে আসছে। অর্থাৎ সেটার সংযোগ যদি সঙ্গীর ফোনের সঙ্গে করা থাকে, তাহলে চেন খুললেই সঙ্গীর কাছে চলে যাবে নোটিফিকেশন। গাই ডুপন্ট নামে এক ব্যক্তি ট্যুইটারে স্মার্ট প্যান্টের একটি ভিডিও শেয়ার করেছেন। এ ভিডিওতে দেখা যাচ্ছে প্যান্টের চেন খোলা হলেই মোবাইলে পুশ নোটিফিকেশন পান ওই ব্যক্তি। এটি তিনি তার এক বন্ধুর জন্য তৈরি করেছেন। টুইটে তিনি জানান, তিনি তার বন্ধুর অনুরোধে এ স্মার্ট প্যান্টগুলো তৈরি করেছেন। তার বন্ধু এমন একটি প্যান্ট চেয়েছিলেন, যার জিপ খোলার সঙ্গে সঙ্গে তার সময় জানা যাবে। একটি টুইটে ডুপন্ট জানিয়েছেন তিনি কীভাবে স্মার্ট প্যান্ট তৈরি করেছেন। ডুপন্ট হল ইফেক্ট সেন্সরসহ এক জোড়া জিন্সের সঙ্গে কিছু সুরক্ষা পিন কানেক্ট করেছেন এবং জিপারের সঙ্গে একটি শক্তিশালী চুম্বকও সংযুক্ত করেছেন। এ প্রক্রিয়াটিতে কিছু তারেরও প্রয়োজন পড়েছে, যা ইএসপি-৩২ এর সঙ্গে কানেক্ট করা আছে। ফলে যখনই জিপ খোলা হয়, তখন ইফেক্ট সেন্সর কয়েক সেকেন্ডের জন্য অন হয়ে যায়। তারপরেই ফোনে একটি নোটিফিকেশন যায়। কখন জিপ খোলা হচ্ছে, কখন বন্ধ করা হচ্ছে। এমনকি কতক্ষণের জন্য খোলা হয়েছে, তার সব তথ্য মোবাইলে থেকে যায়। এতে চাইলেও আপনার সঙ্গী আর ঠকানোর সাহস পাবে না।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct