আপনজন ডেস্ক: প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার করা ৪৯৬ রানের জবাবে গতকালই পাঁচ উইকেট হারিয়ে ফেলে ভারত। আজ আজিঙ্কা রাহানে ও শার্দুল ঠাকুরের জুটিতে ফলোঅন এড়ায় তারা। শেষ পর্যন্ত নিজেদের দ্বিতীয় ইনিংসে ২৯৬ রানে অলআউট হয় ভারত। ১৭৩ রানে এগিয়ে থেকে ব্যাটিং করতে নেমে ইনিংসের তৃতীয় ওভারেই ডেভি ওয়ার্নারকে হারায় অস্ট্রেলিয়া। এই প্রতিবেদন লেখা পর্যন্ত এক উইকেট হারিয়ে অজিদের সংগ্রহ ১২ রান, লিড বেড়ে দাড়িয়েছে ১৮৫ রান। এর আগে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ৫ উইকেটে ১৫১ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে ভারত। আজ স্কোরবোর্ডে মাত্র এক রান যোগ হতেই বিদায় নেন উইকেটরক্ষক ব্যাটার শ্রীকর ভারত। এরপর শার্দুল ঠাকুরকে নিয়ে লড়াই শুরু করেন রাহানে। দুজনে মিলে গড়েন ১০৯ রানের জুটি। দলীয় ২৬১ রানে ব্যক্তিগত ৮৯ রান করা রাহানের বিদায়ে ভাঙে জুটি। শার্দুল পরে ফিফটি তুলে নিলেও দ্রুত ফেরেন। এই ডানহাতি ব্যাটারের ব্যাট থেকে আসে ৫১ রান।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct