দেবাশীষ পাল, মালদা, আপনজন: তৃণমূলের অঞ্চল চেয়ারম্যানের রহস্যজনক মৃত্যুতে চার তৃণমূল নেতার নামে পুলিশে অভিযোগ দায়ের। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ সহ মৃতের পরিবারের জন্য সুরাহার দাবীতে মৃতদেহ আটকে গ্রামবাসীদের বিক্ষোভ। ঘটনাস্থলে হাজির জেলা তৃণমূল সভাপতি সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব। ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা মালদার হবিবপুর ব্লকের ঋষিপুর কালীতলা এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় মোতায়েন বিশাল পুলিশ বাহিনী। উল্লেখ্য ১১ দিনের লড়াই শেষ। কলকাতার একটি হাসপাতালে মৃত্যু হল মালদার হবিবপুর ব্লকের ঋষিপুর অঞ্চলের তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান শিবানন্দ শর্মার। আজ বৃহস্পতিবার নিথর মৃতদেহ গ্রামে ফিরতে গোটা এলাকায় চোকের ছায়া নেমে আসে। পথ দুর্ঘটনায় আহত হয়েছিলেন মালদার হবিবপুর ব্লকের ঋষিপুর অঞ্চলের কালিতলা এলাকার বাসিন্দা, তৃণমূল কংগ্রেসের অঞ্চল চেয়ারম্যান শিবানন্দ শর্মার। যদিও ঘটনার পর ওই তৃণমূল নেতার পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে পরিকল্পনা করে খুন করার চেষ্টা করা হয়েছিল তাকে। এই ঘটনার পর আহত ওই তৃণমূল নেতাকে উদ্ধার করে প্রথমে মালদা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে কলকাতার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল।পরে তার মৃত্যু হয়। জানা যায় বুধবার ময়না তদন্তের পর বৃহস্পতিবার তৃণমূল নেতার দেহ গ্রামে ফিরতেই।গ্রামবাসী সহ পরিবারের লোকজন বাড়িতে মৃতদেহ রেখে বিক্ষোভ করতে থাকে ঘটনাস্থলে পৌঁছায় হবিবপুর থানার পুলিশ, এছাড়াও খবর পেয়ে পৌছাই তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি রহিম বক্সি জেলা সভাপতি কে পেয়ে তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে এলাবাসী ও পরিবারের অভিযোগ সঠিক তদন্ত করা দাবি সহ ওই পরিবারের রয়েছে স্ত্রীও দুই সন্তানকে নিয়ে কি করে পরিবার চলবে এই নিয়ে তদের সুরাহা দাবি জানিয়ে খুব প্রকাশ করে ক্ষোভ প্রকাশ করে । অবশেষে জেলা সভাপতি সেই পরিবারের পাশে থাকা সহ কিভাবে এই ঘটনা ঘটলো তা সঠিক ভাবে তদন্ত করা হবে আশ্বাস দেয়া হলে মৃতদেহ বাড়ি থেকে বের করা হয়।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct