আপনজন ডেস্ক: ইরানের কর্তৃপক্ষ সোমবার পাঁচ জনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করেছে। তারা দেশটির দক্ষিণে ‘সশস্ত্র মাদক চোরাচালানের’ অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছিলেন। ইরানের বিচার বিভাগ এ তথ্য জানিয়েছে। বিচার বিভাগের ওয়েবসাইট মিজান অনলাইন দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের প্রধান বিচারপতি মোজতাবা ঘহরামানিকে উদ্ধৃত করে বলেছে, ইরানের সর্বোচ্চ আদালতের বহাল থাকা রায়ে ‘সমস্ত অপরাধী ও সশস্ত্র মাদক চোরাচালানকারী’ আসামিদের ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। সোমবার সকালে হরমোজগানের বন্দর আব্বাস ও মিনাব কারাগারে তাদের সাজা কার্যকর করা হয়। সর্বশেষ এই ফাঁসিতে মাদক চোরাচালানের দায়ে এক সপ্তাহেরও কম সময়ে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া আসামির সংখ্যা আটজনে পৌঁছেছে। গত বুধবার বিচার বিভাগ দোষী সাব্যস্ত হওয়া মাদকচক্রের তিন সদস্যের মৃত্যুদণ্ড কার্যকর করেছে। এর আগে দেশটিতে ‘ভয়ংকরভাবে’ উচ্চসংখ্যক মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে জাতিসংঘ সতর্ক করেছিল। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ মানবাধিকার গোষ্ঠীগুলির মতে, চীন ছাড়া অন্য যেকোনো দেশের তুলনায় ইরান প্রতিবছর বেশি লোককে মৃত্যুদণ্ড দেয়। গত সোমবারও ইরান ধর্ম অবমাননার অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার দুজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct