নুরুল ইসলাম খান, কলকাতা, আপনজন: অল ইন্ডিয়া সুন্নাত অল জামায়াত পরিচালিত আল্লামা রুহুল আমিন (রহঃ) মেমোরিয়াল “জামিয়া রহমানিয়া” র “ইফ্তিতাহে বুখারী শরীফ” এর শুভ সূচনা করলেন মূফতী আব্দুল ক্বাইউম সাহেব। যারা বুখারী শরীফের দরস নিয়েছেন তাদের অভিনন্দন জানিয়েছেন সংগঠনের সম্পাদক মুফতি আব্দুল মাতিন সাহেব। উপস্থিত ছিলেন জামিয়ার সম্পাদক আলহাজ্জ্ব আব্দুল মান্নান সহ অন্যরা। মহিলা ও পুরুষদের শিক্ষার ক্ষেত্রে অসামান্য অবদান রেখেছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলি। পরিশেষে দোয়ার মধ্য দিয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের পঠন পাঠনের সূচনা করা হয় ৷
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct