মোল্লা মুয়াজ ইসলাম, বর্ধমান, আপনজন: বর্ধমানের কল্পতরু সুইমিং পুলে আবারো মৃত্যু হল স্কুল পড়ুয়া যুবক মহ: কাইফ মন্ডলের (১৯)। বর্ধমানের সরাইটিকর কৃষ্ণপুর এলাকায় বাড়ি। সাত সকালে মর্মান্তিক এই মৃত্যুর ঘটনায় আলোড়ন ছড়িয়েছে শহর জুড়ে। এই ঘটনার পর ফের ১১বছর আগে এই সুইমিং পুলেই এক কলেজ ছাত্র সাঁতারুর অস্বাভাবিক মৃত্যুর ঘটনা উস্কে দিয়েছে। এখনও সেই মৃত্যুর ঘটনার তদন্ত করছে সিবিআই। এর আগে ২০১২ সালের ২সেপ্টেম্বর কল্পতরু সুইমিং পুলে সাঁতার কাটার সময় রমেন সামন্ত নামে দ্বিতীয় বর্ষের এক ছাত্র জলে ডুবে মারা যায়। পরিবারের পক্ষ থেকে রমেন কে মেরে ফেলা হয়েছে বলে বর্ধমান থানায় অভিযোগ জানানো হয়েছিল। পড়ে সেই ঘটনার সিবিআই তদন্তের দাবি জানায় রমেন সামন্তর বাবা দেব কুমার সামন্ত। সেই ঘটনার পর বন্ধ করে দেওয়া হয়েছিল সুইমিং পুল। দীর্ঘ কয়েকবছর বন্ধ থাকার পর আবার খোলে। চালু করা হয় বেশ কিছু নিয়ম কানুন। এডমিশনের আগে প্রত্যেকের চিকিৎসকের দেওয়া ফিট সার্টিফিকেট জমা করা বাধ্যতামূলকও করা হয়। কিন্তু বৃহস্পতিবার মহ: কাইফের মৃত্যুর ঘটনা এই ‘ ফিট ‘ সার্টিফিকেট নিয়েই প্রশ্ন তুলে দিয়েছে। সেন্টারের যুগ্ম সম্পাদক সৌগত হালদার বলেন, ’ খুবই দুঃখজনক ঘটনা। কাইফ মাস খানেক আগেই এই সুইমিং পুলে ভর্তি হয়েছিল। ভর্তির আগে নিয়মানুযায়ী ডাক্তারের দেওয়া ফিট সার্টিফিকেট জমা করেছিল। সব ঠিকঠাকই ছিল। ওর আরো দুজন বন্ধু একই সঙ্গে সকালে সাঁতার কাটতে আসতো। এদিন জলে নেমে রেলিং ধরে অনুশীলন করছিল কাইফ। প্রায় ৪০ জনের উপর সাঁতারু সেই সময় সুইমিং পুলে ছিল। আচমকা কাইফের শরীর শক্ত হয়ে গিয়ে মুখ দিয়ে ফেনা বেড়োতে থাকে। সঙ্গে সঙ্গে তাকে জল থেকে তুলে একটি গাড়ি করে বর্ধমান মেডিক্যালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। কাইফ কে যখন নিয়ে যাওয়া হচ্ছিল তখনও পালস চলছিল। কিন্তু ইমারজেন্সি তে নিয়ে আসার পর চিকিৎসক কাইফ কে মৃত ঘোষণা করেন। হটাৎ করে এই ঘটনায় আমরা সবাই মর্মাহত। পুলিশ গোটা ঘটনার তদন্ত করছে’। এদিকে মৃত কাইফ মণ্ডলের পিতা ওবাইদুল হক মন্ডল ছেলেকে মেরে ফেলা হয়েছে বলেই বর্ধমান থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি বলেন, ’ এদিন সকালে অন্যদিনের মতোই সুস্থ শরীরে আলোমগঞ্জের কল্পতরু সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়েছিল কাইফ। সকাল ৮টা নাগাদ আমায় ফোন করে সুইমিং পুল কর্তৃপক্ষ। জানানো হয় যে কাইফ মন্ডল অসুস্থ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct