আপনজন ডেস্ক: লিওনেল মেসি কি সৌদি আরবের ক্লাব আল হিলালের সঙ্গে চুক্তি চূড়ান্ত করে ফেলেছেন? গতকাল বার্তা সংস্থা এএফপি কোনো ক্লাবের নাম উল্লেখ না করে জানিয়েছে, আগামী মৌসুমে সৌদি আরবে খেলার জন্য মেসি চুক্তি করেই ফেলেছেন। যদিও এ সংবাদ অস্বীকার করা হয়েছে মেসির ঘনিষ্ঠজনদের পক্ষ থেকে। বলা হয়েছে, মেসি যেখানেই যান, সে ব্যাপারে সিদ্ধান্ত নেবেন মৌসুমের শেষে। আগামী ৩০ জুন পিএসজির সঙ্গে মেসির দুই বছরের চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। এদিকে সৌদি আরবের পত্রিকা সৌদি গেজেট জানিয়েছে, আগামী মৌসুমে আল হিলাল বার্সেলোনা ও স্পেনের সাবেক কোচ লুইস এনরিকেকে কোচ হিসেবে নিয়োগ দিতে যাচ্ছে। মেসির সাবেক এই কোচের সঙ্গে চুক্তির ব্যাপারে কথাবার্তা প্রায় চূড়ান্ত পর্যায়ে। একই সঙ্গে পত্রিকাটি জানিয়েছে, বার্সেলোনার দুই তারকা সের্হিও বুসকেটস আর জর্দি আলবাও নাকি সৌদি আরবে খেলতে যাচ্ছেন। বুসকেটস গতকালই জানিয়ে দিয়েছেন, এ মৌসুমে বার্সেলোনার সঙ্গে চুক্তির মেয়াদ শেষে সেটি বাড়ানোর কোনো পরিকল্পনা নেই। এএফপির সংবাদ মেসির সঙ্গে সেই চুক্তির বিস্তারিত কিছু জানায়নি। তবে এপ্রিলেই খবর বেরিয়েছিল, মেসি যদি আল হিলালে যোগ দেন, সেটি হবে বার্ষিক ৪০ কোটি ইউরো অর্থে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct