শেখ ইমরান, ঘাটাল, আপনজন: জীবিত ব্যক্তিকে “মৃত” সার্টিফিকেট দিলো ঘাটাল পৌরসভা! তা নিয়ে শোরগোল ঘাটালে। জানা গেছে, ঘাটাল পৌরসভার তরফে এক বাসিন্দাকে দেওয়া হয়েছে সার্টিফিকেট। ইংরেজি ওই সার্টিফিকেটে লেখা আছে ঘাটাল পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা মঈদুল ইসলামের নাম। নামের আগে বসানো রয়েছে লেট শব্দ অর্থাৎ ব্যক্তিটি মৃত। কিন্তু লোকটি জীবিত আছেন। এই সার্টিফিকেটই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। আর এই সার্টিফিকেট নিয়ে শোরগোল ঘাটাল শহর তথা পশ্চিম মেদিনীপুর। পৌরসভার চেয়ারম্যান তুহিন কান্তি বেরা বলেন ভুল তথ্য ছড়িয়ে দেওয়া হচ্ছে। ভুল বসত নামের আগে লেট টাইপ হয়ে গেছিল। আমরা জানতে পেরে সাথে সাথেই ঐ ব্যক্তিকে ডেকে পাঠানো হয়েছে। পুরানো সার্টিফিকেট নিয়ে নতুন সার্টিফিকেট দেওয়া হয়েছে। তবে এব্যপারে ঘাটালের বিধায়ক শীতল কপাট ঐ ব্যক্তির যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছেন। তিনি বলেন ঐ ব্যক্তি কিভাবে নিয়োগ হয়েছে তা তদন্তের দরকার।তিনি প্রশ্ন তুলে বলেন চেয়ারম্যান যখন সই করেছিলেন তখন নিজে যাচাই করেননি কেন?চেয়ারম্যানের পদত্যাগ দাবী করেছেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct