আপনজন ডেস্ক: কেমন ছিল দুই–আড়াই শ বছর আগের ক্রিকেট?ক্রিকেট অনুরাগী হলে প্রশ্নটা আপনার মনে জেগেছে নিশ্চয়ই। হয়তো অন্তর্জাল আর বইয়ের সাহায্য নিয়ে জেনেছেন বা জানার চেষ্টাও করেছেন। অতি ব্যতিক্রম না হলে এর সবই বিগত কয়েক যুগ বা এক–দেড় শ বছরের ভেতরে লেখা। বিশেষ করে উনিশ শতকের শেষ দিকে টেস্ট ক্রিকেট চালুর পরের সময়ের। কেমন হবে যদি দুই–আড়াই শ বছর আগের ক্রিকেটের গল্প দুই শ বছরের পুরোনো বইয়ের মাধ্যমে জানা যায়?ক্রিকেটবিষয়ক বিরলতম এমন একটি বই বিক্রির জন্য বাজারে আসছে। বইয়ের নাম ‘ক্রিকেট. আ কালেকশন অব অল দ্য গ্র্যান্ড ম্যাচেস অব ক্রিকেট প্লেইড ইন ইংল্যান্ড উইদিন টোয়েন্টি ইয়ার্স, ১৭৭১–১৭৯১’। উইলিয়াম এপসের লেখা বইটি ১৭৯৯ সালে প্রকাশিত হয়েছিল।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct