আপনজন ডেস্ক: ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল শুরু হবে ৭ জুন। যেখানে ভারতের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। ম্যাচটির জন্য আজ ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ঘোষিত দলে বড় চমক বলা যায় অজিঙ্কা রাহানে। ছন্দহীনতার কারণে ১৫ মাস দলের বাইরে থাকা রাহানেকে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য ডেকেছেন ভারতের নির্বাচকেরা। এ ছাড়া দলে ফিরেছেন সর্বশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে বোর্ডার-গাভাস্কার ট্রফিতে জায়গা না পাওয়া লোকেশ রাহুল। রাহানে ভারতের হয়ে সর্বশেষ টেস্ট খেলেছেন গত বছরের জানুয়ারিতে। দক্ষিণ আফ্রিকায় ৩ টেস্টের সিরিজের শেষ ম্যাচের দুই ইনিংসে ৯ ও ১ রান করেছিলেন রাহানে। প্রথম দুই টেস্টের চার ইনিংসে তাঁর রান ছিল ৪৮, ২০, ০ ও ৫৮। তবে এবারের আইপিএলে তিনি বেশ ছন্দে আছেন। চেন্নাই সুপার কিংসের হয়ে এখন পর্যন্ত ৫ ইনিংস খেলে ৫২.২৫ গড়ে ২০৯ রান করেছেন। দুটি ফিফটিও আছে, সর্বোচ্চ অপরাজিত ৭১।অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ সিরিজে বাদ পড়া রাহুলও এবারের আইপিএলে দুর্দান্ত ব্যাটিং করছেন। ৭ ম্যাচে ২ ফিফটিতে ৩৭.৪২ গড়ে করেছেন ২৬২ রান। অনেকেই প্রশ্ন করতে পারেন, আইপিএলের পারফরম্যান্স দেখে এ দুজনকে কেন টেস্ট দলে সুযোগ দেওয়া হলো? এর কোনো ব্যাখ্যা অবশ্য ভারতের নির্বাচকেরা দেননি।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct