রাজু আনসারী, অরঙ্গাবাদ, আপনজন: লাথি মারার অভ্যাস তো সন্তান পেটে থাকতেই করে আসে। যখন পেটে থাকতে লাথি মারে মা আনন্দে হেসে ওঠে আর ভুমিষ্ঠ হয়ে বড় হওয়ার পর লাথি মারলে মা কষ্টে কেঁদে ওঠে।বাড়িতে বৃদ্ধা মায়ের থাকার জায়গা নেই। ছেলে এবং নাতিরা বড় পদে চাকুরি করলেও বাড়িতে জায়গা না থাকার বাহানাতে অসুস্থ বৃদ্ধা মহিলার ঠিকানা এখন রাস্তাতেই! এমনই নির্মম চিত্র ধরা পড়ল মুর্শিদাবাদের সামসেরগঞ্জের ধূলিয়ান পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের সামসেরগঞ্জ ফিল্ড এলাকায়। ছেলে ও নাতিদের কাছে আশ্রয় না পেয়ে রাস্তায় রাস্তায় লোকের দুয়ারে ঘুরেই রাত কাটাচ্ছেন বছর ৯০’র বৃদ্ধা তারা সরকার।জানা গিয়েছে, সামসেরগঞ্জ ফিল্ড এলাকার ৯০ বছরের বৃদ্ধা তারা সরকার। তিন ছেলে এবং দুই মেয়ে রয়েছে তার। এক ছেলে ফরাক্কার এনটিপিসিতে চাকুরী করেন। পাশাপাশি নাতীদের মধ্যে একজন বিএসএফ, একজন আবার সামসেরগঞ্জ থানার সিভিক ভলেনটিয়ার! কিন্তু নিজেদের বাড়িতেই জায়গা না থাকার বাহানা দিয়ে মাকে বাড়িতে ঢুকতেই দিচ্ছেন না ছেলে নাতিরা! ফলে এখন রাস্তাতেই রাত কাটাতে হচ্ছে ওই বৃদ্ধা মহিলাকে। সম্প্রতি মায়ের কষ্টের বিষয়টা আঁচ করে ঝাড়খন্ডের রাচিতে বিয়ে হওয়া এক মেয়ে মাকে নিয়ে চলে যান। সেখানেই থাকেন প্রায় দেড় বছর। কিন্তু মেয়ের বাড়িতে আর কতদিন? সম্প্রতি তাকে সামসেরগঞ্জ ফিল্ডে রেখে চলে যান তার মেয়েও। এদিকে এতদিন পর বাড়িতে অসুস্থ বৃদ্ধা মা এলেও তাকে বাড়িতে জায়গা দেননি ছেলেরা। গোছতে চাননি তার নাতিরাও। বাড়িতে অতিরিক্ত ঘর নাই তাই মাকে কোথায় রাখবো! এই বাহানাতেই বাড়ির ভেতরে বৃদ্ধা মহিলাকে প্রবেশ করতেই দেয়নি সন্তানরা। ফলে অসুস্থ শরীর নিয়ে রাস্তাতেই দিন কাটাচ্ছেন বৃদ্ধা তারা সরকার! বড় পদে চাকুরী, বড় বড় বাড়ি, প্রচুর টাকার মালিক হওয়া সত্ত্বেও বাড়িতে গর্ভধারিণী মায়ের জন্য একটু জায়গা নেই? এ আমরা কোন সমাজে বসবাস করছি। ভগবানের সেবা করলে মা’কে নাও পেতে পারো কিন্তু মায়ের সেবা করলে তুমি ভগবানকে অবশ্যই পাবে কারণ প্রতিটি মায়ের মধ্যেই ভগবানের বাস। বিষয়টি নিয়ে স্থানীয় কাউন্সিলর প্রতিনিধি মনসুর আলী জানান, ঘটনাটি আমাদের জানা ছিলো না, খতিয়ে দেখছি। এদিকে অসুস্থ বৃদ্ধা মহিলার খবর সম্প্রচারিত হতেই তড়িঘড়ি ব্যবস্থা গ্রহণ করে সামসেরগঞ্জ থানার পুলিশ। বৃদ্ধার পরিবারের সদস্যদের আটক করে সমাধান এর ব্যবস্থা গ্রহণ করছে পুলিশ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct