রাজু আনসারী, অরঙ্গাবাদ, আপনজন: ফলমুলের কালো বাজারী রুখতে এবার সামসেরগঞ্জের বিভিন্ন বাজারে হানা দিলো ডিইবি এবং সামসেরগঞ্জ থানার পুলিশ। মঙ্গলবার মুর্শিদাবাদের সামসেরগঞ্জ বাজারের বিভিন্ন ফলের দোকানে এবং সবজি, মাছ বাজারে হানা দেন শুল্ক দপ্তরের আধিকারিকরা। ফলের কেনা দাম ও বিক্রির দাম খতিয়ে দেখার পাশাপাশি জিনিস পত্রের ন্যায্য মূল্য নেওয়া হচ্ছে কি না তা খতিয়ে দেখা হয় এদিন। বিক্রেতাদের পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে কথা বলেও ফলের দাম জানার চেষ্টা করেন প্রশাসনের কর্তারা। কালো বাজারী রোধে মাঝেমধ্যে দোকান গুলোতে হানা দেওয়ার পাশাপাশি অসাধু ব্যবস্যায়ীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহনের হুঁশিয়ারি দিয়েছেন শুল্ক দপ্তরের আধিকারিকরা। উল্লেখ করা যেতে পারে, রমজান মাস পড়তেই অন্যান্য প্রান্তের মতো মুর্শিদাবাদের ফরাক্কা, সামশেরগঞ্জ, সুতি ছাড়াও জঙ্গিপুর মহুকুমার বিভিন্ন বাজারেও রাতারাতি কালো বাজারীর অভিযোগ উঠেছে। রোজাদারদের জন্য প্রয়োজনীয় যাবতীয় সামগ্রীর দাম কৃত্রিম ভাবে বাড়ানো হয়েছে বলেও অভিযোগ। বিষয়টি নজরে আসতেই কার্যত তৎপর হয়েছেন ডিইবি’র আধিকারিকরা। আর তারই অংশ হিসাবে সামসেরগঞ্জের বাজারে হানা দিয়ে কালো বাজারীদের কার্যত হুঁশিয়ারি দিলো ডিইবি ও পুলিশ প্রশাসনের কর্তারা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct