এম মেহেদী সানি ও ইসরাফিল বৈদ্য, শাসন, আপনজন: উত্তর ২৪ পরগনার শাসন থানার অন্তর্গত আন্দুলিয়া (খড়িবাড়ি) জালালীবাগ দরবার শরীফের পক্ষ থেকে অনুষ্ঠিত হল দাওয়াত-ই-ইফতার মহফিল। বৃহস্পতিবার কয়েক হাজার মানুষের এই ইফতারের মজলিশ ছাড়াও বস্ত্রবিতরণ করা হয়। এই অনুষ্ঠানের প্রধান আয়োজক ছিলেন উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ, মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি একেএম ফারহাদ। এ বিষেয়ে ফারহাদ বলেন, ‘রোজা বা সিয়াম ইসলাম ধর্মের অন্যতম ইবাদত’। দীর্ঘদিন ধরে মানুষ যে সংযম এর মধ্যে দিয়ে সময় অতিবাহিত করে এর দ্বারাই বোঝা যায় মানুষের সহনশীলতা কতখানি। তাই সবাইকে ইসলামী শরীয়ত ও মত, পথের মধ্যে দিয়ে এগিয়ে চলা এবং দেশ ও দশের কল্যাণ করাই মুখ্য কাজ হওয়া উচিত।’ তিনি বলেন, দেশের মধ্যে যে বিভাজনের রাজনীতি মাথা চাড়া দিচ্ছে তাকে নষ্ট করতে একতাই হতে পারে মূল শক্তি। তাই জাতি- ধর্ম -বর্ণ নির্বিশেষে সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে উঠে সম্প্রীতি বজায় রাখতে ঐক্যবদ্ধভাবে পথে নামতে হবে।’বিজেপির সাম্প্রদায়িক বিদ্বেষের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। এদিন দুপুরে দরবার শরীফে অনুষ্ঠিত ধর্মীয় আলোচনা সভায় উপস্থিত ছিলেন ফুরফুরা শরীফের পীরজাদা আলহাজ্ব হযরত মাওলানা মোঃ সাহিম উদ্দিন সিদ্দিকী, মাওঃ মোঃ বাকি বিল্লাহ, মাওলানা মুফতি আইনুল হক, মাওলানা মোঃ বাকীবিল্লাহ,কারী ওমর ফারুক ইরফানী,পীরজাদা আমিনুল এহসান বাখতেয়ারী, মাওলানা শফিক, মাওলানা নুরুল আমিন, মাওলানা হান্নান বাখতেয়ারী প্রমুখ। বক্তাগণ সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার্থে বিশেষ বক্তব্য রাখেন। বৃহস্পতিবার আন্দুলিয়া (খড়িবাড়ি) জালালীবাগ দরবার শরীফে অনুষ্ঠিত দাওয়াত-ই-ইফতার মহফিলে উপস্থিত ছিলেন এসিপি বিধাননগর সম্প্রীতি চক্রবর্তী, এসডিপিও সৌমজিৎ বড়ুয়া, বিধায়ক নারায়ণ গোস্বামী, তাপস চট্টোপাধ্যায়, সপ্তর্ষি ব্যানার্জি, আইসি রাজারহাট জামাল হোসেন, আই সি শাসন মনিরুল ইসলাম সরকার, কাউন্সিলর সাহনাওয়াজ আলী মন্ডল, পিনাকী নন্দী, সমাজসেবী আলসাদ, বাপি, আখের সহ অন্যান্যরা। এছাড়া উপস্থিত ছিলেন দরবার শরীফের অন্যতম বয়োজ্যেষ্ঠ পীরজাদা আলহাজ্ব মাওলানা মুফতি মাসুম বাখতেয়ারী। বক্তব্য রাখেন পীরজাদা আলহাজ্ব মাওলানা মুফতি মোস্তাক আহমেদ বাখতেয়ারী, শাহিদ মুনির, মিরাজুল কাদির, মাওলানা মনজুরুল আলম, পীরজাদা আলহাজ্ব মাওলানা মুফতি রাকিবুল আজিজ বাখ্তেয়ারী, আক্তারুজ্জামান, কুতুব আক্তার, নামদার শেখ, নূরুল হক, সওকাত হোসেন, পিয়াদা প্রমুখ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct