মনিরুজ্জামান, খড়দহ, আপনজন: উত্তর ২৪ পরগনার খড়দহ ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রবিবার অনুষ্ঠিত হল এক ইফতার মাহফিল। ব্যারাকপুর-২ নম্বর ব্লকের বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের দোপেড়িয়া স্কুল মাঠে বহু ধর্মপ্রাণ তাতে শামিল হন। এই ইফতার মাহফিলে উপস্থিত হয়ে দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ সৌগত রায় বলেন, বিজেপি এই বাংলায় যতই অশান্তির চেষ্টা করুক কোনও ভাবেই মা মাটি মানুষ ওদের পাতা ফাঁদে পা দেবে না। স্থানীয় বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় শুকরিয়া জ্ঞাপন করেন আয়োজক কমিটির সদস্যদের। তিনি বলেন, এভাবেই বেঁচে থাকবে বাংলার শান্তি, সম্প্রীতি এবং সৌহার্দ্য। সাংসদ অর্জুন সিং-এর কথায় রমজান মাস বড় পবিত্র মাস। তিনি সকল ধর্মপ্রাণ মানুষদেরকে এই পবিত্র রমজান এবং ঈদের আগাম শুভেচ্ছা নিবেদন করেন। বিধানসভায় সরকার পক্ষের মুখ্য সচেতক নির্মল ঘোষের কথায়, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য বয়ে আনুক অনাবিল সুখ শান্তি সম্প্রীতি। উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আলহাজ্ব একেএম ফারহাদ বলেন, বৈচিত্র্যের মধ্যে মহামিলনের বাংলায় বিজেপি যতই অশান্তির চেষ্টা করবে ততই সভ্য সমাজ ওদের প্রত্যাখ্যান করবে। তিনি বলেন, নবী মহম্মদ (সাঃ)-এঁর আদর্শ ও বাণী অত্যন্ত গুরুত্বপূর্ণ মানব সমাজের জন্য।তাই সকলের উচিত ঐক্যবদ্ধ প্রচেষ্টায় মাতৃভূমিকে রক্ষা করা। অনুষ্ঠানের মুখ্য আয়োজক ছিলেন খড়দহ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শুকুর আলী পুরকাইত। এদিন উপস্থিত ছিলেন চেয়ারম্যান উত্তম দাস, কাউন্সিলর নওসাদ আলম, প্রধান নূরনাহার বিবি, উপপ্রধান রউফ আলী, কর্মাধ্যক্ষ অমর পাল, মমতাজ বেগম,অমল মৃধা,শেখর ব্যানার্জি প্রমুখ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct