আপনজন ডেস্ক: ইউরো বাছাইয়ের ঘটনাবহুল ম্যাচে ইতালিকে হারিয়েছে ইংল্যান্ড। ইংলিশদের ২-১ গোলে জয়ের পথে দারুণ এক মাইলফলক গড়েছেন অধিনায়ক হ্যারি কেইন। ইংল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি গোল এখন কেইনের। ইংল্যান্ডের জার্সিতে ৫৪ গোল করে চূড়ায় উঠার পথে কেইন পেছনে ফেলেছেন ওয়েইন রুনিকে (৫৩)। ইতালিকে হারানোর মধ্য দিয়ে ২০২১ সালে ইউরোর ফাইনালে হারের প্রতিশোধও যেন নিল ‘থ্রি লায়নস’রা। ইতালির মাটিতে ১৯৬১ সালের পর এই প্রথম জয়ের দেখা পেল ইংল্যান্ড।
ম্যাচের ৩ মিনিটে ফ্রি-কিক থেকে সুযোগ পেয়েছিল ইতালি। যদিও সেটি কাজে লাগাতে পারেনি তারা। শুরুর চাপ কাটিয়ে দ্রুতই ম্যাচে ফিরে আসে ইংল্যান্ড। ১২ মিনিটে জুড বেলিংহামের শট দারুণ দক্ষতায় ফিরিয়ে দেন ইতালির গোলরক্ষক জিয়ানলুইগি দোন্নারুম্মা। কিন্তু ১৩ মিনিটে আর পারেননি ইতালিয়ান গোলরক্ষক। বুকায়ো সাকার কর্নারে হ্যারি কেনের শট ব্যর্থ হলেও ফিরতি শটে বল জালে জড়ান ডেক্লান রিচ।গোল করার পর ম্যাচের নিয়ন্ত্রণ ছিল ইংলিশদের হাতেই। কয়েকবার গোলের কাছাকাছিও পৌঁছে যায় তারা, কিন্তু কাঙ্ক্ষিত দ্বিতীয় গোলটি ধরা দিচ্ছিল না। ইংল্যান্ডের সেই গোলটি আসে বিরতির আগমুহূর্তে। ম্যাচের ৫৬ মিনিটে মাতেও রেতেগুই ইতালির হয়ে গোল করে ব্যবধান কমান। এক গোল শোধ করে ইতালির আত্মবিশ্বাসও ফিরে আসে। শেষ পর্যন্ত আজ্জুরি মাঠ ছাড়তে হয় হারের হতাশা নিয়েই।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct