নিজস্ব প্রতিনিধি, কলকাতা, আপনজন: রাজ্যে আইনরক্ষায় সিভিক ভলান্টিয়ারদের ভূমিকা কী? এই মর্মে রাজ্য পুলিশের আইজিকে নির্দেশিকা তৈরির নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট । মঙ্গলবার বিচারপতি রাজাশেখর মান্থা এই নির্দেশ দিয়েছেন। আগামী ২৯ মার্চের মধ্যে নির্দেশিকা তৈরি করে আদালতে জমা দিতে হবে বলে নির্দেশ দিয়েছেন তিনি।মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজ্যের কাছে জানতে চান, আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে সিভিক ভলান্টিয়ারদের ঠিক কী ভূমিকা রয়েছে? কোন কোন কাজে সিভিক ভলান্টিয়ারদের ব্যবহার করা হয়?উল্লেখ্য সম্প্রতি সরশুনা থানার কয়েকজন সিভিক ভলান্টিয়ার এক যুবককে বাড়ি থেকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ ওঠে। সংশ্লিষ্ট যুবকের পরিবারের অভিযোগ, দু’জন সিভিক ভলান্টিয়ার এসে যুবককে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। সিভিক ভলান্টিয়ারের সঙ্গে পুলিশও ছিল। সেই ঘটনার পর থেকে আর ওই যুবকের কোনও খোঁজ মেলেনি। পরিবারের লোকজন হন্যে হয়ে খুঁজেও না পেয়ে অবশেষে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়। আদালতে শুনানি চলাকালীন নিখোঁজ যুবকের আইনজীবী হাওড়ার ছাত্রনেতা আনিস খানের প্রসঙ্গও তোলেন। প্রসঙ্গত গত বছর ১৯ ফেব্রুয়ারি হাওড়ায় আনিস খানের বাড়িতেও রাতের অন্ধকারে সিভিক সিভিক ভলান্টিয়ার গিয়েছিল বলে অভিযোগ আনিসের পরিবারের। সেই রাতে পুলিশ আনিসকে ছাদ থেকে ফেলে দিয়ে আনিস খানকে খুন করে বলে অভিযোগ তোলে তাঁর পরিবার।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct