বিবেকবান মানুষ
মির মহঃ ফিরোজ
হে মাবুদ,
নিরীহ মানুষগুলো বড়ই অসহায়,
তারা গাধা; গাধার মতোই বোঝাবয় ---
কেবলই ঠকে ; বারে বারে লাঞ্ছিত হয়।
তারা পায়না যোগ্য মর্যাদা ও অধিকার,
হয়ে থাকে কেবলই সদা সর্বদা ব্যবহার।
হে মাবুদ,
তুমি মুখ তুলে চাও,
তুমি ক্ষমা করো ওদের ; ওদের সহায়তা দাও।
ওদেরকে তুমি সিংহ শাবক বানাও,
ওরা যাতে ওদের নিজ অধিকার বুঝে নিতে পারে ---
সেই জ্ঞান বুদ্ধি বিবেক সাহস ও ক্ষমতা জোগাও।
করি মিনতি,
লাঞ্ছিত বঞ্চিত অপদস্থ না করে ---
যোগ্য সম্মানে বিবেকবান মানুষ হিসাবে বাঁচাও।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct