আপনজন ডেস্ক: কেন্দ্রীয় সরকারের তরফে এ বছর ২০২৩ সালে ভারতীয়দের হজে যাওয়ার জন্য অনলাইন ফর্ম পূরণ শুরু হয়েছিল ১০ ফেব্রুয়ারি। আর আবেদন জানানোর শেষ দিন ছিল ১০ মার্চ। সেই শেষ দিনে হজ কমিটি অফ ইন্ডিয়ার চিফ এক্সিকিউটিভ অফিসার মুহাম্মদ ইয়াকুব শেখ এক নির্দেশ জারি করে বলেছেন, এ বছর হজে যাওয়ার অনলাইন আবেদনের সময়সীমা আরও দশদিন বাড়িয়ে ২০ মার্চ, ২০২৩ করা হয়েছে। তবে, ২০ মার্চ বিকাল পাঁচটা পর্যন্ত করা যাবে। এ ব্যাপারে কেন্দ্রীয় সংখ্যালঘু মন্ত্রকের অনুমোদিত চিঠিরও উল্লেখ করা হয়েছে। সে সঙ্গে আরও জানানো হয়েছে, যেসব সমস্ত ব্যক্তি হজে যাওয়ার আবেদন করবেন তাদের আন্তর্জাতিক পাসপোর্ট হতে হবে ২০ মার্চ ২০২৩ বা তার আগের। আর পাসপোর্টের মেয়াদের সমসয়সীমা থাকতে হবে ২০২৪ সালের ৩ ফেব্রুয়ারি পর্যন্ত। হজের অনলাইন আবেদন করতে হবে https://hajcommittee.gov.in ওয়েবসাইটে। তবে, কেন্দ্রীয় হজ কমিটির সিইও ইয়াকুব শেখ জানিয়েছেন, পোর্টাল ছাড়াও কেন্দ্রীয় হজ কমিটির মোবাইল অ্যাপ থেকেও হজে যাওয়ার ফর্ম পূরণ করা যাবে। উল্লেখ্য, এবছর হজযাত্রীদের বয়সসীমাও তুলে দেওয়া হয়েছে। গত বছর হজে যাওয়ার বয়সসীমা ছিল ৬০ বছর। এর জন্য প্রতিটি রাজ্যের হজ কমিটি থেকে একজন করে আধিকারিককে হজে পাঠানো হবে হজযাত্রীদের পরেণবা যথাযথভাবে সম্পন্ন করার জন্য। সঙ্গে। কিন্তু ভ্যাকসিন সবার জন্য অপরিহার্য করা হয়েছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct