আপনজন ডেস্ক: আসন্ন রমজান উপলক্ষে সর্ববৃহৎ পরিকল্পনার ঘোষণা দিয়েছে মক্কার পবিত্র মসজিদুল হারামের পরিচালনা পর্ষদ। গত ২ মার্চ তা তুলে ধরেন মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদের প্রধান শায়খ ড. আবদুর রহমান আল-সুদাইস।পরিকল্পনা অনুসারে অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে মসজিদে আগত ৩০ লাখ মুসল্লির জন্য ১২ হাজারের বেশি কর্মচারী সার্বক্ষণিক সর্বোচ্চ মানের সেবা নিশ্চিত করা হবে।শায়খ ড. আবদুর রহমান আল-সুদাইস বলেছেন, ‘আসন্ন রমজানে মুসল্লিদের সর্বোচ্চ মানের সেবা দেওয়ার পরিকল্পনা রয়েছে। মসজিদে পৌঁছার পর তাদের সেবা দেওয়াই এ পরিকল্পনার প্রধান লক্ষ্য। তাওয়াফ, সায়ি, নামাজের স্থান, ইতিকাফ, রওজা শরিফে নামাজ পড়াসহ মুসল্লিদের সার্বক্ষণিক সেবা নিশ্চিত করা হবে।বিশেষত অসুস্থ, বয়স্ক, স্থায়ী ও অস্থায়ী প্রতিবন্ধীদের জন্য রয়েছে বিশেষ সহযোগিতা ও চিকিৎসার ব্যবস্থা। এবার তাদের জন্য বিশেষ মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে।’পবিত্র মসজিদুল হারাম ও মসজিদে নববীতে স্বাস্থ্যকর ও নিরাপদ পরিবেশের ব্যবস্থা, আন্তর্জাতিক ভাষায় মুসল্লিদের দিকনির্দেশনা প্রদান, অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে সব ধরনের সেবা নিশ্চিত করাসহ নানা ধরনের সেবামূলক এবারের অপারেশনাল পরিকল্পনায় রয়েছে। তা ছাড়া পুরো মসজিদ প্রাঙ্গণ সার্বক্ষণিক পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত রাখতে প্রতিদিন অন্তত ১০ বার বিশেষ ধৌত কার্যক্রম পরিচালিত হয়।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct