আপনজন ডেস্ক: বিগত এক দশকের বেশি সময় পর সোমবার তুরস্ক সফর করেছেন মিশরের পররাষ্ট্রমন্ত্রী সামেহ শৌকরি। এ ঘটনাকে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে নতুন অধ্যায়ের সূচনা বলে মন্তব্য করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগ্লু। এদিন তুরস্কের রাজধানী আঙ্কারায় এক যৌথ সংবাদ সম্মেলনে এ কথা বলেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী। গত ৬ ফেব্রুয়ারির ভয়াবহ ভূমিকম্পের পর মিশর যে সমর্থন ও সংহতি প্রকাশ করেছে, তার প্রশংসাও করেন কাভুসোগ্লু।আনাদোলু জানিয়েছে, এদিন তুরস্কে পৌঁছে মিশরের পররাষ্ট্রমন্ত্রী ভূমিকম্পে বিধ্বস্ত দক্ষিণ আদানা এবং মেরসিন অঞ্চলে সফর করেন। একই দিন মিশর থেকে পাঠানো একটি ত্রাণবাহী জাহাজও তুরস্কের মেরিসন আন্তর্জাতিক বন্দরে এসে পৌঁছে। এ সময় দুই পররাষ্ট্রমন্ত্রী জাহাজটিকে স্বাগত জানান। সংবাদ সম্মেলনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেন, কঠিন সময়ে বন্ধুত্ব ও ভ্রাতৃত্ব স্পষ্ট হয়। শক্তিশালী ভূমিকম্পের পর তুরস্ককে সেই ভ্রাতৃত্ব ও বন্ধুত্ব দেখিয়েছে মিশর। গত বছরের নভেম্বরে কাতারের রাজধানী দোহায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান এবং মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির মধ্যকার বৈঠককে ফলপ্রসূ বলেও উল্লেখ করেন কাভুসোগ্লু।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct