আপনজন ডেস্ক: ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের বিধায়ক নওশাদ সিদ্দিকি -সহ ১৩ জনকে ১৩ মার্চ পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিল ব্যাঙ্কশাল কোর্ট। মঙ্গলবার নওশাদ-সহ বাকিদের আদালতে তোলা হলে বিচারক এই নির্দেশ দেন। এদিন নওশাদের আইনজীবী ব্যাঙ্কশাল আদালতে জামিনের আবেদন করেননি। বুধবার কলকাতা হাইকোর্টে নওশাদের জামিনের আবেদনের শুনানি রয়েছে। ১০ দিনের জেল হেফাজত শেষে এদিন ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হয় ভাঙড়ের বিধায়ককে। মঙ্গলবার আদালতে ঢোকার আগে সংবাদমাধ্যমকে নওশাদ সিদ্দিকি বলেন, ‘আমি আশা করেছিলাম স্পিকার স্যার আমার হয়ে কোনো কথা বলবেন। তিনি কী বলেছেন জানি না। আশা করছি তিনি আগামীদিনে কিছু কথা বলবেন। আমি আইনের পথেই হাঁটবো। বাংলার অগণিত মানুষ আছে আমার পাশে।’ পাশাপাশি তিনি বলেন, ‘হয়তো ভাবছে পঞ্চায়েত ভোটে আমাকে আটকে রেখে কিছু করতে পারবে। কিন্তু আইএসএফ মানুষের মনে ঢুকে গেছে বলে মন্তব্য করেন তিনি।’ উল্লেখ্য গত ২১ জানুয়ারি করে তৃণমূলের সঙ্গে সংঘর্ষে জড়ায় আইএসএফ কর্মী-সমর্থকরা। অশান্তিতে উত্তপ্ত হয়ে ওঠে ভাঙড়। সেই হিংসার আঁচ এসে পড়ে কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলায়। রাস্তা অবরোধ করার পাশাপাশি পুলিশের উপরে চড়াও হওয়ার অভিযোগ ওঠে আইএসএফ কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। আইএসএফ ও পুলিশের সংঘর্ষে আহত হন একাধিক পুলিশের কর্মী ও আইএসএফ কর্মী। সেই ঘটনায় নওশাদ সিদ্দিকি-সহ আইএসএফ নেতা কর্মী মিলিয়ে ৮৮ জনকে গ্রেফতার করা হয়। আগামী বুধবার কলকাতা হাইকোর্টে ভাঙড়ের বিধায়কের জামিন হয় কিনা সেদিকেই তাকিয়ে রয়েছেন নওশাদের অনুরাগী আইএসএফ কর্মী সমর্থকরা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct