আপনজন ডেস্ক: সারাবিশ্বে কতই না আজবগুব কাজ রয়েছে। সেই কাজগুলির জন্য বহু সংস্থা মাসের শেষে দিচ্ছে মোটা টাকার বেতনও। সম্প্রতি সেই ধরণের এক চাকরির বিজ্ঞাপন দেখে হতবাক বিশ্ব। কাজ হচ্ছে মলের গন্ধ শোঁকা। সেই চাকরির বেতন মাসে প্রায় দেড় লাখ টাকা। এমন কাজের কথা শুনে অনেকেই হয়ত হতবাক হচ্ছেন। তবে এটা সত্যি। ‘ফিল কমপ্লিট’নামের লন্ডনভিত্তিক একটি পুষ্টি গবেষণা প্রতিষ্ঠান এ ধরনের কাজের জন্য কর্মী খুঁজছে। ইংরেজিতে এই পেশার নাম ‘পামেলিয়ার’। সম্প্রতি এ পদের বিজ্ঞাপনও প্রকাশিত হয়। যেখানে তারা জানিয়েছে, পাঁচজন কর্মী চাই। প্রাথমিকভাবে তাদের প্রশিক্ষণ দেওয়া হবে। পরে একজন স্থায়ী হবে। এই প্রথম এ ধরনের পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। যাদের কাজ মানুষের মলের গন্ধ শুঁকে পেটের অবস্থা জানানো। যা থেকে বোঝা যাবে সেই ব্যক্তির অন্ত্র ও শরীর ঠিক আছে কি না। চিকিৎসকরা বলেন, একজন ব্যক্তির শারীরিক স্বাস্থ্য নাকি অন্ত্রের স্বাস্থ্যের উপর নির্ভর করে। কিন্তু কীভাবে বোঝা যাবে সেই অবস্থা? বিশেষজ্ঞদের মতে, এটি বোঝার একটি উপায় হলো বিষ্ঠার মাধ্যমে। মলের রঙ এবং গন্ধ থেকেই বোঝা যায় ব্যক্তির হজমের সমস্যা আছে কি না। যেমন ধরুন-দুর্গন্ধযুক্ত মল অস্বাভাবিক নয়। কিন্তু গন্ধের তীব্রতা বলে দেয় শরীর কতটা ভালো বা খারাপ। এছাড়া মলের মধ্যে রক্ত যাওয়াও পেটের গুরুতর সমস্যার লক্ষণ হতে পারে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct