নিজস্ব প্রতিবেদক, নিউটাউন, আপনজন: ২১ ফেব্রুয়ারি ভাষা দিবসে উপলক্ষে বর্ণাঢ্য প্রভাতফেরি করল রাজারহাট-নিউটাউন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি আফতাব উদ্দিন। মঙ্গলবার সকালে নিউ টাউনের আর আর সাইট থেকে শুরু হয়ে ওই শোভাযাত্রা পৌঁছায় শুলংগুড়ি কলোনি স্কুল মোড় পর্যন্ত।সেখানে সারিবদ্ধভাবে তৃণমূল কংগ্রেসের অসংখ্য পুরুষ ও মহিলারা একুশে ফেব্রুয়ারির প্রভাতফেরিতে পা মেলান। সেখানে নেতৃত্বদেন খোদ যুব সভাপতি আফতাব উদ্দিন। তিনি দুই বাংলার মনীষীদের ভাষা আন্দোলনের ইতিহাস তুলে ধরে জানান, আমরা গর্ব করে বলতে পারি–আমরা বাঙালি। আমরা বাংলা ভাষায় কথা বলি। আর যারা এই ভাষাকে প্রতিষ্ঠিত করার জন্য আন্দোলন করেছিলেন, সেই শহীদদের স্মরণে আমরা বিনম্র শ্রদ্ধা জানাই। এদিনের এই শোভাযাত্রা শেষে শুলংগুড়ি কলোনি স্কুলে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানও মঞ্চস্থ হয়। শোভাযাত্রায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন তৃণমূল যুব নেতৃত্ব শিবশঙ্কর গাইন, রবিউল মল্লিক, রূপক বসু, সাদ্দাম হোসেন, তৃণমূল নেত্রী পারভীন সাবেরা প্রমুখ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct