আজিজুর রহমান, গলসি, আপনজন: গ্রামবাসীরা চোখের জলে বিদায় সম্বর্ধনা জানালেন ব্লক হাসপাতালের প্রিয় ডাক্তারবাবুকে। বিদায়ের উপহার দিতে গিয়ে ও বক্তব্য রাখতে গিয়ে সবাই এক প্রকার চোখের জলও ফেললেন অধিকাংশ মানুষ। শনিবার দুপুরে এমনই আবেগ ঘন মুহূর্তের সাক্ষী রইল পূর্ব বর্ধমানের গলসির পুরসা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। জানা গিয়েছে, উচ্চ শিক্ষার জন্য ওই হাসপাতাল থেকে বিদায় নিয়েছেন বিএমওএইচ ডাক্তার ফারুক হোসেন। তার সাথে সাথে উচ্চ শিক্ষার কারণে বিদায় নিচ্ছেন ডাক্তার শারিক আজমল। এদিন তাদের বিদায় জানাতে ও নতুন বিএমওএইচ ডাক্তার স্বর্ণাভ হাজরাকে শুভেচ্ছা জানাতে একটি সম্বর্ধনা সভার আয়োজন করেন হাসপাতাল কর্মীরা। সেই সভায় ডা. ফারুক হোসেনের কথা বলতে গিয়ে সকলেই চোখের জল ফেললেন। তিনি ওই হাসপাতালে যুক্ত হয়ে ধীরে ধীরে তার ভোল্ট পালটে দেন। সেই কাজে তাকে এলাকার মানুষ, পঞ্চায়েত, ব্লক প্রশাসন ছাড়াও রাজনৈতিক দলের লোকেরা সহযোগিতা করেছেন। তার সাথে সাথে তাদের সকল কর্মীরাও সহযোগিতা করেছেন বলে জানান তিনি। স্থানীয় বাসিন্দা, জাকির হোসেন, সেখ ফিরোজ আহম্মেদ, সেখ কমল, নাজমুল জামাদাররা বলেন, একটা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র যতটা উন্নয়ন করা যায় তা তিনি করে দেখিয়েছেন। তিনি যখন এসেছিলেন তখন পরিষেবা তলানিতে পড়ে ছিল। ডাক্তার ফারুক হোসেনের উদ্যোগ দেখে সকলেই সহযোগিতা করতে এগিয়ে আসেন। তার অনুরোধে হাসপাতালে ফ্যান, চেয়ার, বিশুদ্ধ পানীয় জলের মেশিন সহ বহু কিছু দান করেন স্থানীয়রা। তাছাড়াও বিভিন্ন ব্যবসায়িক সংস্থা রং, সেন্টারলাইন অক্সিজেন সহ হাসপাতালে বেশ কিছু কাজ নিঃস্বার্থে করে দেন। তারা বলেন, বর্তমানে হাসপাতালটিতে সবাই ভাল পরিসেবা পায়। নতুন দায়িত্ব প্রাপ্ত ডাক্তার স্বর্ণাভ হাজরার কাছে তারা ওইরকমই পরিসেবা দেওয়ার অনুরোধ করেন। সেই অনুরোধ রাখবেন বলে জানান ডা স্বর্ণাভ হাজরা। তিনিও চান আগামী দিনে এলাকার মানুষ তাকে ওই রকম ভাবেই সহযোগিতা করুন। ফারুক হোসেনের মতই তিনিও সকলকে নিয়ে হাসপাতালের উন্নয়ন করবেন। স্বাস্থ্যকর্মী তুলিকা ব্যানার্জ্জী বলেন, ডাক্তারবাবু শুধু হাসপাতালে পরিষেবা নয়, তাদেরও বিভিন্ন সমস্যায় সমাধান করে দিতেন। মাথার উপর ছাতার মতো ছিলেন তিনি। তার কথায়, ডাক্তার বাবু গোট টিমকে নিয়ে কাজ করাতেন। সকলকের সমস্যা শুনে সমাধান করতেন। তাই তার বিদায় দিনে তার সাথে সাথে সকলেই চোখে জল ফেলছেন। অফিসিয়াল সকলেই তাকে বিদায় জানালেও মন থেকে কেউই বিদায় দিতে চান না বলে জানান তিনি।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct