আপনজন ডেস্ক: আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীকে পুলিশ হেফাজতের নির্দেশ দিল আদালত। নিউমার্কেট থানার মামলায় আগামী ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ নওশাদ সিদ্দিকীকে। বাকি কর্মী সমর্থকদেরকে হেয়ার স্ট্রিট থানার মামলায় ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিল আদালত। অন্যদিকে, বুধবার আইএসএফ বিধায়কের বিরুদ্ধে পুলিশ ব্যাঙ্কশাল আদালতে চার্জশিট জমা দিয়েছে। সেই চার্জশিটে খুনের চেষ্টার াবিযোগ করেছে পুলিশশ। ই ৩২ পাতার চার্জশিট এদিন ব্যাঙ্কশাল আদালতে জমা দেন লালবাজারের উচ্চপদস্থ আধিকারিকরা। চার্জশিটে খুনের অভিযোগের পাশাপাশি জনজীবন বিপর্যস্ত করা, সরকারি সম্পত্তি ভাঙচুরের অভিযোগ যুক্ত করা হয়েছে চার্জশিটে। এদিন নওশাদকে ব্যাঙ্কশাল আদালতে তোলা হলে পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানান সরকারি আইনজীবী। তর পরিপ্রেক্ষিতে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিল আদালত। উল্লেখ্য, গত ২১ জানুয়ারি আইএসএফের প্রতিষ্ঠা দিবেস ধর্মতলা চত্বরে আইএসএফ সমর্থক ও পুলিশের মধ্যে সংঘর্ষ হয়। সেসময় বিধায়ক নওশাদ সিদ্দিকীকে পুলিশ গ্রেফতার করে। তার গ্রেফতারের প্রতিবাদে বামেরা প্রতিবাদে নামে রাজ্যজুড়ে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct